Rahul Gandhi: ‘দেশের কোথাও এমন ঘটনা আমি দেখিনি’, মণিপুরে হিংসা নিয়ে সরব রাহুল গান্ধী

মণিপুরে পৌঁছেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। রাজ্যের মানুষের সঙ্গে বৈঠকের পর তিনি ইম্ফলে এক সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, ‘বিতর্ক শুরু হওয়ার পর থেকে আমি তৃতীয়বারের মতো এখানে এসেছি। অনেক ক্যাম্পে গিয়েছি। মানুষের সঙ্গে কথা বলেছি। তাদের কষ্টের কথা শুনেছি। আমি এখানে এসেছি তাদের সাহস দিতে। এখানে শান্তি বহাল কড়া দরকার।

রাহুল গান্ধী (Rahul Gandhi) বলেন, ‘এই হিংসা মানুষকে ধ্বংস করে দিয়েছে। ভারতের কোথাও এমন ঘটনা আমি দেখিনি। আমি রাজ্যের মানুষকে বলতে চাই যে, আমি আপনাদের ভাই। আমরা শান্তি ফিরিয়ে আনার জন্য যথাসাধ্য চেষ্টা করব। রাজ্যপালের সঙ্গে কথা বলেছি। এ নিয়ে আমি রাজনীতি করব না। গোটা মণিপুর যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে। যখনই রাজ্যের মানুষের আমার এবং কংগ্রেসের সাহায্যের প্রয়োজন হয়, আমরা আপনার পাশে দাঁড়িয়েছি।’

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) বলেন, ‘আমি ভেবেছিলাম স্থানীয় পর্যায়ে অনেক উন্নতি হবে, কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়নি। আমি শুধু বলতে চাই, ঘৃণা ও হিংসা সমাধান হতে পারে না। এটি প্রেম এবং বন্ধুত্বের মাধ্যমে করা যেতে পারে। আমরা রাজ্যপালকে বলেছিলাম যে, তিনি যেভাবে পারেন আমাদের সাহায্য করবেন। তিনি বলেন, ‘আমরা মনে হয়না যে, অবস্থার কোনও বদল হয়েছে। আমি প্রধানমন্ত্রী মোদীকে বলতে চাই যে মণিপুর একটি রাজ্য। তাদের অনেক আগেই আসা উচিত ছিল। মণিপুর চায় দেশের প্রধানমন্ত্রী এখানে আসুন এবং মানুষের কথা শুনুন। এর ফলে মণিপুরের মানুষ ব্যাপকভাবে উপকৃত হবেন।’

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) রাজ্যের বিভিন্ন জায়গায় ত্রাণ শিবির পরিদর্শন করেছেন। সেখানে বসবাসকারী জাতিগত হিংসার শিকারদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। পরে তিনি রাজ্যপাল অনুসুইয়া উইকের সঙ্গে দেখা করেন।গত বছরের মে মাসে জাতিগত হিংসা ছড়িয়ে পড়ার পর এই রাজ্যে রাহুলের এটি তৃতীয় সফর। রাজ্যে হিংসায় বাস্তুচ্যুত মানুষেরা গত বছরের মে মাস থেকে এই ত্রাণ শিবিরগুলিতে বসবাস করছেন। হিংসাত্মক ঘটনায় ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

কংগ্রেস সাংসদরা রাস্তা থেকে সংসদ পর্যন্ত মণিপুরের হিংসার বিষয়টি তুলে ধরেছেন। সম্প্রতি লোকসভায় বিরোধী দলনেতা (Rahul Gandhi) বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী সর্বত্র গিয়েছেন, কিন্তু মণিপুরে নয়। মণিপুরের পার্বত্য জেলাগুলিতে মেইতেই সম্প্রদায়কে তফসিলি উপজাতি (এসটি) তালিকায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে একটি উপজাতি সংহতি মিছিল অনুষ্ঠিত হলে হিংসা ছড়িয়ে পড়ে। মণিপুরে জাতিগত হিংসা শান্ত করার জন্য যতই চেষ্টা করা হোক না কেন, বিষয়টি এখনও গুরুতর। অগ্নিকাণ্ডের ঘটনা দিন দিন বেড়েই চলেছে।’