Sunday, November 3, 2024
Homeরাজ্যের খবরAbhishek Banerjee: ইডির তলবে সিজিও কমপ্লেক্সে আজ অভিষেক, কি কি বিষয় নিয়ে...

Abhishek Banerjee: ইডির তলবে সিজিও কমপ্লেক্সে আজ অভিষেক, কি কি বিষয় নিয়ে হবে জিজ্ঞাসাবাদ?

Published on

 

খবর এইসময় ডেস্ক ঃ কয়লা কাণ্ডে দুবার দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দপ্তরে দীর্ঘ জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন দিল্লিতে ডেকে নিয়ে গিয়ে জেরা? এই প্রশ্ন তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শীর্ষ আদালত সেই মামলার পরিপ্রেক্ষিতে ইডিকে নির্দেশ দেয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রীকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করতে হবে।সেইমতো কলকাতায় জেলা করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। একবার বাড়িতে গিয়ে এবং অন্যবার সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়ে রুজীরাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

 

আজ শুক্রবার, কলকাতায় ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল ১১ টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা ছিল তার। তবে শোনা যাচ্ছে তার আগেই সিজিও কমপ্লেক্সে প্রবেশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

প্রসঙ্গত উল্লেখ্য, ৩০ আগস্ট ইডির নোটিশ পেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে বলা হয়, কয়লা পাচারের অভিযোগের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় তারা। ২ সেপ্টেম্বর সকাল ১১ টার মধ্যে সল্টলেকে সিজিও কমপ্লেক্স এ হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

 

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর একটি দল গতকাল কলকাতায় এসে পৌঁছেছে। আরো একটি তদন্তকারী দল আজ, শুক্রবার এসেছে দিল্লি থেকে। তারাই মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় কে আজ জিজ্ঞাসাবাদ করবেন। কলকাতায় যারা কয়লা কান্ডের তদন্ত করছেন তারা জিজ্ঞাসাবাদে সময় উপস্থিত থাকতে পারেন। দিল্লির এই দল রুজিরা বন্দ্যোপাধ্যায় কে জিজ্ঞাসাবাদ করেছিল সিজিও কমপ্লেক্সে এসে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর প্রত্যেকটি বয়ান রেকর্ড করা হবে এবং যে সমস্ত নথিগুলো আনতে বলা হয়েছে সে সব কিছু খতিয়ে দেখবেন তদন্তকারী অফিসারেরা। নথি খতিয়ে দেখার জন্য অন্য দল কাজ করবে। দিল্লি থেকে যে আধিকারিকরা এসেছেন তারা মূলত ইডি সাইবার সেলের আধিকারিক।

 

কয়লা পাচার কাণ্ডে তদন্তে নেমে নতুন করে বেশ কিছু জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে সেখান থেকে নতুন কিছু তথ্য মিলেছে। মূলত সেই সম্পর্কেই আজ জিজ্ঞাসাবাদ করা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে। এর আগে রুজিরা বন্দ্যোপাধ্যায় কে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং তার বয়ান রেকর্ড করা হয়েছিল। সেই বয়ানের সঙ্গে অভিষেকের বয়ান মিলিয়ে নেওয়া হবে এবং তারপরে রেকর্ড করা হবে। ইডি সূত্রে খবর, অভিষেক এর আগে তদন্তে সহযোগিতা করেছিলেন। ওই কান্ডে দিল্লিতে রাজ্যের কিছু আইপিএস অফিসারকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেখান থেকে পাওয়া কিছু তথ্য নিয়ে আজ অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হবে। সূত্রের খবর, কয়লা পাচারের টাকা কিভাবে কলকাতায় আসতো বিনয় মিশ্রের হাত ধরে সে ব্যাপারেও করা হবে জিজ্ঞাসাবাদ।

 

যদিও এই পুরো ঘটনাকে ভারতীয় জনতা পার্টির সাজানো ঘটনা বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। অভিষেককে তলব করার পরিপ্রেক্ষিতে শুক্রবার সকাল থেকে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব হল তৃণমূল কংগ্রেস। চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা এবং মলয় ঘটকের মতো নেতারা এদিন সকাল থেকেই সমাজ মাধ্যমে বিজেপির সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে ধরেছেন। সুর চরিয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুনাল ঘোষ। বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এনে কুনাল ঘোষ বলছেন, ‘ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এরাজ্যের বিজেপি ভয় পায়, তাই তাকে এতবার আক্রমণের শিকার হতে হচ্ছে। প্রতিহিংসার রাজনীতির বলি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের আগে বিজেপির রাজনৈতিক নেতাদের বক্তৃতা থেকে সেটা প্রমাণিত।‘

 

 

Latest News

Death Mystery: নয়ডার কালেকশন এজেন্টের দেহ মিলল গাজিয়াবাদ রেললাইনে, তদন্তে পুলিশ

গাজিয়াবাদের রেলওয়ে ট্রাকের পাশে পাওয়া গেল নয়ডার কালেকশন এজেন্টের মৃতদেহ (Death Mystery) । মৃতের...

Bishnoi Gang: লরেন্স বিষ্ণোইয়ের ভাই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিল আমেরিকা, পদক্ষেপ শুরু মুম্বাই পুলিশের

গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের (Lawrence Bishnoi) ছোট ভাই আনমোল বিষ্ণোই সম্পর্কে (Bishnoi Gang) মার্কিন যুক্তরাষ্ট্র...

Google-Facebook: ভারতের বাজার থেকে মালামাল গুগল-ফেসবুক, এক বছরে কত আয় করল জানেন?

শুধু ভারতে নয়, বিদেশী সংস্থাগুলিও (Google-Facebook) ভারতে প্রচুর অর্থ উপার্জন করছে। ফেসবুকের কথা বললে,...

Jammu & Kashmir Encounter: জম্মু-কাশ্মীরের ৩ জায়গায় সেনা-জঙ্গি সংঘর্ষ, ৪ সন্ত্রাসবাদী নিকেশ, শহীদ এক জওয়ান

শনিবার জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir Encounter) তিনটি জায়গায় নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসবাদীদের...

More like this

Falakata: পাঁচ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে খুন! রাগে কাঁপছে ফালাকাটা

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে আলিপুর দুয়ারের ফালাকাটা (Falakata)।...

Woman Harassment: পুজো করতে এসে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার পুরোহিত

কালীপুজোর সময় ফালকাটায় এক শিশুকে ধর্ষণ ও খুনের (Woman Harassment)অভিযোগ উঠেছে। গ্রামবাসীদের গণপিটুনিতে মৃত্যু...

Weather Update: কবে দেখা মিলবে শীতের, কী বলছে আবহাওয়া দফতর

হেমন্তের ধূসর বিকেল ইতিমধ্যে জানান দিতে শুরু করেছে, শীত এল বলে (Winter Update)। একদম...