ফের সংবাদের শিরোনামে আরজি কর (RG Kar)। এবার আরজি কর (RG Kar) হস্টেলে আত্মহত্যার চেষ্টা এক নার্সিং পড়ুয়ার। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে (RG Kar) ভর্তি করা হয়েছে। আরজি কর (RG Kar) হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছে। রুমমেটের সঙ্গে মনোমালিন্যের জেরে আরজি করের (RG Kar) ওই তরুণী আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গিয়েছে।
শনিবার রাতে নিজের রুমে ওই নার্সিং পড়ুয়া আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে নার্সেস ইউনিটির তরফে জানানো হয়েছে, “শনিবার আত্মহত্যার চেষ্টা করেন ওই নার্সিং পড়ুয়া। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আশা করি, দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আমরা জানতে পেরেছি, হস্টেলে রুমমেট কিংবা অন্য কারও সঙ্গে একটা সমস্যা হয়েছিল। মেয়েটি ওয়ার্ডেনকে জানিয়েছিলেন। ওয়ার্ডেন কী করেছেন জানি না। কিন্তু, গত ৯ অগস্টের পর পড়ুয়াদের মনের মধ্যে একটা টানাপোড়েন নিশ্চয় চলছে। যাঁর কাছে অভিযোগ জানিয়েছিলেন, তাঁকে আরও দায়িত্ব নিতে হবে। মেয়েদের মানসিকভাবে সুস্থ রাখতে হবে। সুস্থ পরিবেশে যেন পড়ুয়ারা ট্রেনিং নিতে পারে। এটা সবাইকে দেখতে হবে।”
গত ৯ আগস্ট আরজি করের চেস্ট ডিপার্টমেন্টের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়। তার পাঁচদিনের মাথায় ১৪ আগস্ট নাগরিক সমাজের একাংশ রাত দখলের কর্মসূচি নেয়। সেই দিনই একদল দুষ্কৃতী এসে আরজি করে হামলা চালায়। গত তিন মাসে আরজি করে ওই তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যা কাণ্ড সহ একাধিক বিষয়ে বার বার প্রশ্ন উঠেছে। আরজি করে তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় তথ্য প্রমাণ বিকৃতির জন্য ইতিমধ্যে সিবিআই গ্রেফতার করেছে। পাশাপাশি আরজি করে দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সিবিআই আরজি করের দুর্নীতির অভিযোগে গ্রেফতার করেছে সন্দীপ ঘোষ। আরজি করের থ্রেট কালচারের অভিযোগ উঠেছে। গত তিন মাসে বার বার আরজি কর সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছে। নতুন করে আরজি করে নার্সিং পড়ুয়া তরুণীর আত্মহত্যার চেষ্টা একাধিক প্রশ্ন তুলে দিয়ে গিয়েছে।