‘শান্তিকুঞ্জ’ থেকে মেদিনীপুরে অমিতের সভার উদ্দেশে রওনা দিলেন শুভেন্দু December 19, 2020 , 8:22 PMDecember 19, 2020 , 12:35 PM by Khaboreisamay Deskমিলু পণ্ডা, মেদিনীপুরঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাই ভোল্টেজ জনসভা আজ তাঁর শহরে। সকলেই একপ্রকার নিশ্চিত আজ সেখানে তাঁকেও দেখা যাবে । অমিত শাহের হাত ধরে রাজনৈতিক কেরিয়ারে নতুন ইনিংস শুরু হবে যাঁর তিনি শুভেন্দু অধিকারী৷ কাঁথি শহরের তাঁর বাড়ি ‘শান্তিকুঞ্জ’ থেকে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দিলেন শুভেন্দু অধিকারী৷ ওদিকে কলকাতা থেকে হেলিকপ্টারে পৌঁছে গিয়েছেন অমিত শাহও৷ আজ মেদিনীপুর কলেজে জনসভা করবেন তিনি৷ আজকের এই জনসভায় তৃণমূল থেকে অনেক বিধায়ক ও নেতারা বিজেপিতে যোগ দিতে পারেন৷ সেই তালিকায় নাম রয়েছে শুভেন্দু অধিকারীরও৷