Sourav Ganguly on Richa Ghosh: রিচা ঘোষ ‘স্মৃতি-হরমন’-এর থেকে কম গুরুত্বপূর্ণ নয়! ৬ নম্বরে নেমে ঝড় তোলা তারকাকে কুর্নিশ সৌরভের

উজ্জ্বল ভবিষ্যতের কামনা, চাপের পজিশনে ব্যাটিংয়ের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন ভারত অধিনায়ক (Sourav Ganguly on Richa Ghosh)………

কলকাতা: ২২ বছর বয়সে বিশ্বজয়ের অভিজ্ঞতা নিয়ে বাংলায় ফিরেছেন বাংলার ‘ঘরের মেয়ে’ রিচা ঘোষ। তাঁর এই সাফল্যে আপ্লুত প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly on Richa Ghosh)। বিশ্বজয়ী এই তরুণী ক্রিকেটারের সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর ভূয়সী প্রশংসা করলেন ‘দাদা’, যেখানে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন— ভারতীয় দলের জয়ের ক্ষেত্রে রিচা ঘোষের (Richa Ghosh) অবদান স্মৃতি মান্ধানা বা হরমনপ্রীত কৌরের থেকে কোনও অংশেই কম নয়।

কঠিনতম পজিশনে সফল রিচা

রিচা যে পজিশনে নেমে ব্যাটিং করেন, তার গুরুত্ব এবং চাপ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করেছেন মহারাজ। তিনি বলেন, “রিচা শুধু ভাল প্লেয়ারই নন, ও ভারতীয় ক্রিকেটে যে ভূমিকাটা পালন করে, ৬ নম্বরে এসে ব্যাটিং করে— ক্রিকেটে ওই পজিশনটা মারাত্মক, একটা কঠিন সময়। বল কম পাবে, আর রান করতে হবে বেশি।”

নিজের অভিজ্ঞতার কথা টেনে এনে সৌরভ জানান, একসময় তিনি ওপেনিং করতেন এবং সেই সময় ছয়-সাত নম্বরে নামা যুবরাজ বা কাইফদের জন্য রান তোলা কতটা কঠিন ছিল, তা তিনি উপলব্ধি করতে পারতেন। তিনি মনে করিয়ে দেন, ভারত জেমাইমা রডরিগেজ বা হরমনপ্রীতের বড় ইনিংস মনে রাখলেও, রিচার স্ট্রাইকরেট ওডিআই ক্রিকেটে (টি-২০ নয়) দেখা দরকার। এই কঠিন কাজ এত দিন ধরে ভারতীয় দলের জন্য করে আসায় রিচাকে বিশেষভাবে ধন্যবাদ জানান তিনি।

বিশ্বজয়ের অনুভুতি রিচাই ভাল বলতে পারবে

সংবর্ধনা মঞ্চ থেকে সৌরভ রিচাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “রিচার বয়স বেশি নয়। ২২-২৩ হবে। ও সানার (সৌরভ-কন্যা) চেয়েও ছোট। আমি ভারতের হয়ে তিনটে বিশ্বকাপেই অধিনায়ক ছিলাম। তিনটেতেই রানার্স হয়েছি। বিশ্বকাপ জেতার যে অনুভূতি, সেটা রিচাই ভালো বলতে পারবে।”

ডুমুরজোলায় বিশ্বমানের স্টেডিয়াম তৈরির ঘোষণা

অনুষ্ঠানে সৌরভ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরেন এবং ক্রীড়াক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সহায়তার প্রশংসা করেন। তিনি জানান, মুখ্যমন্ত্রী চান বাংলার খেলাধুলার আরও প্রসার ঘটুক এবং তিনি মেয়েদের ক্রিকেটকে ছেলেদের ক্রিকেটের মতোই সমানভাবে সমর্থন করেন। সিএবি-কে নতুন অ্যাকাডেমি তৈরির জন্য ডুমুরজোলায় জমি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সৌরভ ঘোষণা করেন, “আমরা ওখানে ১ বছরের মধ্যে বিশ্বমানের স্টেডিয়াম বানাব।” তাঁর মতে, রিচা, মহম্মদ শামি, মনোজ তিওয়ারি, অশোক দিন্দার মতো খেলোয়াড় তৈরি করার জন্য পরিকাঠামো অত্যন্ত জরুরি।

Exit mobile version