Tarakeshwar News: নারকীয় কাণ্ড তারকেশ্বরে! ৪ বছরের ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে যৌন নির্যাতন, নিকাশি থেকে উদ্ধার রক্তাক্ত দেহ

ভোররাতে মশারি কেটে ঘুমন্ত চার বছরের শিশুকন্যাকে তুলে নিয়ে গেল দুষ্কৃতীরা, আর বেলা গড়াতেই তার রক্তাক্ত দেহ উদ্ধার হল নিকাশি নালা থেকে। পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে (Tarakeshwar News) ঘটে যাওয়া এই পৈশাচিক ঘটনা রাজ্যের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। শিশুটির পরিবারের অভিযোগ, তাকে যৌন নির্যাতন করা হয়েছে এবং তার যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ হচ্ছিল। এই ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ, বিশেষত গেরুয়া শিবিরের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে দফায় দফায় বিক্ষোভ দেখানো হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে তারকেশ্বর থানার পুলিশ, তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

তারকেশ্বর স্টেশন (Tarakeshwar News) চত্বরেই পরিবারের সঙ্গে বসবাস করত এই শিশু কন্যাটি। অভিযোগ, শনিবার ভোররাতে কেউ বা কারা ঘুমের মধ্যে মশারি কেটে শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়। ঘুম ভাঙতেই পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে এবং হন্যে হয়ে খোঁজাখুঁজি শুরু করে। অবশেষে বেলা প্রায় সাড়ে ১১টার দিকে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয় একটি নিকাশি নালার পাশ থেকে।

শিশুটিকে সঙ্গে সঙ্গে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছেড়ে দিলেও, পরিবারের অভিযোগ—চিকিৎসার সময় শিশুটির যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ হচ্ছিল, যা যৌন নির্যাতনের স্পষ্ট ইঙ্গিত। এরপরও হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে কোনও খবর দেয়নি।

এরপর দুপুরের দিকে পরিবারের সদস্যরা নিজেরাই উদ্বেগে শিশুটিকে তারকেশ্বর থানায় নিয়ে যান। তাদের অভিযোগ, সেখানেও প্রাথমিক পর্যায়ে পুলিশ তাদের অভিযোগকে গুরুত্ব দেয়নি। তবে বিকাল গড়াতেই তারকেশ্বর থানার উদ্যোগে শিশু কন্যাটিকে মেডিক্যাল পরীক্ষার জন্য চন্দননগর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

রাজনৈতিক চাপানউতোর:

এই নারকীয় ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তাঁর এক্স হ্যান্ডেলে রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি লেখেন, “মমতা বন্দ্যোপাধ্যায়-এর বিভীষিকাময় পৈশাচিকতার রাজত্বে চার বছরের শিশুকন্যাও সুরক্ষিত নয়! এ কোন বীভৎসতার পশ্চিমবঙ্গ? যেখানে ঘুমন্ত একটি দুধের শিশুকেও অপহরণ করে ধর্ষণ করা হয়?” গেরুয়া শিবির হাসপাতাল ও পুলিশের গাফিলতির অভিযোগে সরব হয় এবং দফায় দফায় বিক্ষোভ দেখায়।মমতা বন্দ্যোপাধ্যায়-এর বিভীষিকাময় পৈশাচিকতার রাজত্বে চার বছরের শিশুকন্যাও সুরক্ষিত নয়!

হুগলীর তারকেশ্বরের বাসিন্দা চার বছর বয়সী ছোট্ট একটি শিশুকন্যাকে ঘর থেকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা। অপহরণের দীর্ঘ সময় পর… pic.twitter.com/E9gzZHwgC6

— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) November 8, 2025

অন্যদিকে, তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায় ঘটনার দায় রেল পুলিশের দিকে ঠেলেছেন। তিনি বলেন, “এই ঘটনা সত্যি দুঃখজনক। যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেটি রেল পুলিশের অন্তর্গত। রেল পুলিশের নিরাপত্তার অভাব রয়েছে বলে আমার মনে হয়।” তিনি আরও জানান যে, রাজ্য পুলিশের পক্ষ থেকে সকালেই অভিযোগ জানানোর কথা বলা হয়েছিল, কিন্তু পরিবারটি চিকিৎসার জন্য অন্যত্র যাওয়ার কথা শুনে থানা থেকে চলে যায়। পরবর্তী সময়ে প্রশাসনই শিশুটির চিকিৎসা-সহ সবরকম ব্যবস্থা করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

Exit mobile version