Sourav Ganguly: আরজি কর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক! চাইছেন সৌরভ গাঙ্গোপাধ্যায়

সোমবার সুপ্রিমকোর্টে আরজি কর কাণ্ডে শুনানি হয়। ঠিক সেই সময় সৌরভ গাঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ফের একবার আরজি কর কাণ্ডে সরব হলেন। তিনি বলেন, আরজি কর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ।

 

একটি অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) বলেন,  ‘আমি সুপ্রিম কোর্টের শুনানি সম্পর্কে এখনও কিছু জানতে পারিনি। তবে চাইব অরাজনৈতিক মানুষ যে ভাবে রাস্তায় নেমেছেন, মেয়েটি যেন সুবিচার পায়। এমন দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেওয়া হয়, যাতে বিশ্বের কাছে দৃষ্টান্ত হয়ে থাকে। বিচার পেতে সময় লাগে। কিন্তু যেভাবে রাজ্যের সাধরণ মানুষ পথে নেমেছেন, তা দেখার মতো।  পাশাপাশি তিনি (Sourav Ganguly)  জানিয়ে দেন, সোশ্যাল মিডিয়া তিন ফলো করেন না। তাই তিনি বিস্তারিতভাবে জানেন না, কোথায় কীভাবে মিছিল হচ্ছে। তবে তিনি বলেন, যে বা যারা এই কাণ্ডের সঙ্গে যুক্ত তাদের কঠোর শাস্তি দিতেই হবে। সারা বিশ্বের কাছে সেই শাস্তি যেন উদাহরণ হয়ে থাকে।

 

প্রসঙ্গত, যে কোনও আন্দোলনের মেয়াদ বেশিদিন হয় না। সাধারণ মানুষের মনে ধারণা ছিল। কিন্তু আরজি কর কাণ্ড নিয়ে সারা রাজ্যের মানুষ যেভাবে পথে নামছেন। যেভাবে বিক্ষোভে, প্রতিবাদে অংশ নিচ্ছেন, তাতে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিচ্ছেন।

আরজি কর ঘটনায় এক মাস কেটে গেলেও বিচার সেভাবে এগোয়নি বলে অভিযোগ করছেন সাধারণ মানুষ। এই প্রসঙ্গে বার বার কাঠগোড়ায় তোলা হচ্ছে পুলিশকে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আরজি করের ঘটনায় নির্যাতিতার দেহ অতি সক্রিয়তার সঙ্গে দাহ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এছাড়াও নির্যাতিতার দেহ দাহ করার আগে পুলিশের তরফে নির্যাতিতার বাবাকে টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল, এই বিষয়ে খোদ নির্যাতিতার বাবা অভিযোগ করেন। পাশাপাশি ১৪ তারিখে আরজি করে ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী। সেখানে কার্যত নীরব ভূমিকা পালন করে পুলিশ। শুধু তাই নয়, পুলিশ দুষ্কৃতীদের ভয়ে মহিলা শৌচালয়ে লুকিয়ে ছিলেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই কলকাতা পুলিশ ও নগরপাল বিনীত গোয়েলের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ কার্যত ফেটে পড়ে। প্রায় প্রতি মিছিল থেকে বিনীত গোয়েল ও কলকাতা পুলিশের বিরুদ্ধে স্লোগান উঠতে থাকে।