সিঁথিতে ভরদুপুরে স্বর্ণ ব্যবসায়ীর সোনা ছিনতাই,গুলি চালাল দুষ্কৃতীরা

স্বর্ণব্যবসায়ীর সোনা ছিনতাই হওয়ার পর আতঙ্কিত স্থানিয়রা। ইনসেটে- বাইকে দুই ছিনতাইবাজ, হাতে পিস্তল।

নিজস্ব প্রতিনিধি,বরাহনগরঃ প্রকাশ্য দিবালোকে ছিনতাই।কলকাতা লাগোয়া বরাহনগর সিঁথিতে স্বর্ণব্যবসায়ীর কাছ থেকে গলার হার ও হাতের ব্রেসলেট ছিনতাই।চিৎকার করতেই গুলি ছুড়তে ছুড়তে পালায় দুষ্কৃতীরা। মঙ্গলবার দুপুরে এই ঘটনায় উত্তেজনা ছড়ায় সিঁথির শম্ভুদাস লেনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বরানগর থানার পুলিশ। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে শুরু হয়েছে তদন্ত।

ঘটনার বিবরন দিচ্ছেন স্বর্ণ ব্যবসায়ী পবিত্র বারিক।

জানা গিয়েছে, পবিত্র বারিক নামে এক স্বর্ণ ব্যবসায়ী তাঁর কাকা মারা যাওয়ায় সেই বাড়িতে এসেছিলেন। এরপর পবিত্র বাবু তাঁর ভাইকে নিয়ে কোনও এক প্রয়োজনে বাইরে যাওয়ার উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিলেন। সেইমতো বাইক নিয়ে রাস্তার উপর এসে বাইকে বসেই কাকাতো ভাইকে ডাকতে থাকেন।এমন সময় আচমকা দুই-দুষ্কৃতী বাইক নিয়ে এসে স্বর্ণ ব্যবসায়ী পবিত্র বাবুর পাশে এসে দাঁড়িয়ে তার কাধে হাত দেয়।দুষ্কৃতীদের মুখে মাস্ক থাকায় তিনি ঠিক মত চিনতে পারেননি ভেবেছেন হয়ত পরিচিত কেউ।কিন্তু তিনি হঠাৎ দেখতে পান তার গলার হারটা ওই দুষ্কৃতীর হাতে। পবিত্র বাবু বুঝে উঠতেই তাঁর ভাই ও কাকিমাকে চিৎকার করে ডাকতেই হাতের ব্রেসলেটও  ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা।

এদিকে চিৎকার শুনে বাড়ির ভিতর থেকে ছুটে আসেন ভাই ও কাকিমা।তাদের আস্তে দেখেই বাইকে বসেই দুষ্কৃতীরা কয়েক রাউন্ড গুলি চালাতে চালাতে চম্পট দেয়। ব্যবসায়ী ও তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন, দুষ্কৃতীদের মাথায় ছিল হেলমেট। মুখে ছিল মাস্ক। ফলে চেনা যায়নি তাদের। তবে তাদের শারীরিক গঠনের বর্ণনা দিয়েছেন তাঁরা। ইতিমধ্যে একটি সিসিটিভি ফুটেজে দুষ্কৃতীদের দেখা মিলেছে। সেই ফুটেজকে হাতিয়ার করে তদন্তে নেমেছে বরাহনগর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে গুলির খোল।

এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর দিলীপ নারায়ণ বসু বলেন, ‘আমার জন্ম এখানে, আমি গত ১০বছর ধরে এই ওয়ার্ডের জনপ্রতিনিধি।এইরকম ঘটনা এর আগে কখনও ঘটেনি।এটা খুবই আশ্চর্যজনক ঘটনা। আমাদের এই এলাকাটা অত্যান্ত সম্ভ্রান্ত এবং শান্তিপ্রিয় মানুষের বাস।আর এখানে প্রায় প্রত্যেকের বাড়িতেই সিসি ক্যামেরা রয়েছে।বরাহনগর থানার বড়বাবু এসেছেন। উনি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন আশাকরি খুব তাড়াতাড়ি দুষ্কৃতীরা ধরা পরবে।’

Google news