পুজো এসে গেলেও বেতন না পাওয়ায় বিক্ষোভ জলপথ পরিবহন সমবায় কর্মীদের

নিজস্ব প্রতিনিধি, হাওড়াঃ উৎসবের দোরগোড়ায় বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। শুরু হয়েছে সেই উৎসবের কাউন্টডাউন। তারই মধ্যে বেতন পাচ্ছেন না জলপথ পরিবহনে যুক্ত কর্মীরা। এর প্রতিবাদের বৃহস্পতিবার বিক্ষোভে সরব হন হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতির কর্মীরা। এদিন দুপুরে হাওড়া স্টেশন লঞ্চঘাটে তাঁরা বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, এই জলপথ পরিবহন সমবায় সমিতির সঙ্গে যুক্ত রয়েছেন প্রায় সাড়ে তিনশ কর্মচারী। প্রায় আড়াই মাসেরও বেশি সময় ধরে এরা বেতন পাচ্ছেন না। প্রশাসনের কাছে তাঁরা ইতিমধ্যেই দরবার করেছেন। সমাধানের আশ্বাসও মিলেছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও সুরাহা হয় নি। কর্মচারীদের দাবি এখন পুজোর সময়। অবিলম্বে তাদের পাওনা বেতন ও বোনাস দেওয়া হোক। এদিন জলপথ পরিবহন সমবায় সমিতির কর্মচারীরা হাওড়া স্টেশনে মিছিল বের করেন।

Google news