সৌভিক সরকার,বিধাননগরঃ গতকাল সল্টলেক এনআইএ অফিসে মুর্শিদাবাদ থেকে ধৃত আল-কায়দা জঙ্গিদের এক দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজ আবার এনআইএ অফিসে এসেছেন কলকাতা স্পেশাল টাস্ক ফোর্স -এর অফিসাররা।
কুখ্যাত জঙ্গি সংগঠন আল-কায়েদার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নয় ব্যক্তিকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এই তালিকায় রাজ্যের ছয় সদস্য রয়েছে। কী করে জঙ্গি হয়ে গেল এই ছেলেরা। বিষয়টি ব্যাখ্যা করেছেন এনআইএ আধিকারিকেরা।
………………..Advertisement……………………..
তাঁদের বক্তব্য হচ্ছে, “নানা উপায়ে নিজেদের মডিউল তৈরি করে জঙ্গিরা। অভাবী পরিবারের ছেলেরা এদের সফট টার্গেট হয়। আর কম বয়সীদের দলে টানা খুবই সহজ।” দিল্লি নিয়ে যাওয়ার আগে আরেক দফা জিজ্ঞাসাবাদ করতে এসেছেন কলকাতা এসটিএফ অফিসাররা এমনটাই সূত্রের খবর।
এনআইএ সূত্রে জানা গিয়েছে,কড়া নিরাপত্তায় বেশ কয়েকটি গাড়িতে করে আলাদা আলাদাভাবে সল্টলেক এনআইএ অফিস থেকে মুর্শিদাবাদ থেকে ধৃত ৬ জন জঙ্গী কে কলকাতা বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছে। রাতের বিমানে কলকাতা থেকে দিল্লি এনআইএ অফিসের উদ্দেশ্যে রওনা দেবে এনআইএ অফিসাররা।