নিজস্ব প্রতিনিধি,পূর্ব মেদিনীপুরঃ বঙ্গ বিজেপির (BJP) দুটি গর্বের মাথা উপহার দিয়েছে দুই মেদিনীপুর জেলা। পূর্ব মেদিনীপুর থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও পশ্চিম মেদিনীপুর থেকে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে এখন সর্বত্রই চর্চিত আলোচনা পুরসভা নির্বাচনে তাঁদের ঘরের মাটিতে যুদ্ধের ফলাফল নিয়ে খোদ বিজেপিই নিশ্চিত নয়। কাঁথি-খড়্গপুরে তাঁদের পতনের আভাস পেয়ে গিয়েছেন শুভেন্দু-দিলীপ।
পূর্ব মেদিনীপুরের কাঁথি পুরসভার ভোট প্রচারে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তৃণমূল কংগ্রেসের কটাক্ষ হজম করতে হলো। বিরাট তৃণমূলী জমায়েত থেকে উড়ে এলো “চোর যাচ্ছে চোর যাচ্ছে” বাক্যবাণ। থেকে থেকে স্লোগান “গো ব্যাক শুভেন্দু”। দু কান পেতে সব শুনেছেন শুভেন্দু অধিকারী।
কাঁথিতে লড়াই কি একতরফা নাকি দু তরফা, অন্দরে বাম চোরাস্রোত কেমন এসব নিয়ে চলছে আলোচনা।
তৃণমূল কংগ্রেসের হিসেব স্পষ্ট, যেভাবে রাজ্যে বামফ্রন্ট তার ভোট ফের নিজের ঘরে টানতে শুরু করেছে, সেই টানের চোটে কাঁথিতে চোখে সরষে ফুল দেখতে চলেছেন শুভেন্দু। আবার বিজেপি মহলেও আলোচনা, পুরনিগম ভোটে দলের ভরাডুবির খবর কাঁথিবাসীর অজানা নয়, চাপ আছে প্রবল। অধিকারী পরিবার রাজনীতি বড় ধাক্কা খেতে পারে এমনই মনে করছে জেলা বামফ্রন্ট।
কাঁথি দখল করতে মরিয়া তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে শুভেন্দুর কাছে পরাজয়ের মধুর বদলা নিতে কোমর বেঁধে নামছেন মমতা। জেলায় বিজেপি শিবিরের ক্রমাগত ভাঙনে শুভেন্দু অধিকারীর পায়ের নিচের জমি আলগা হতে শুরু করেছে। এমনই ক্যালকুলেশন টিএমসির। আগেই মন্ত্রী সৌমেন মহাপাত্র দাবি করেছেন, শুভেন্দু বিজেপি ত্যাগ করবেন। বিশ্লেষকদের ধারণা, পুরভোটের পর শুভেন্দুর রাজনৈতিক ভবিষ্যৎ নিশ্চিত হয়ে যাবে।
বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও বর্তমান বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ খড়্গপুর পুরভোটে কার্যত কোণঠাসা। দলীয় কোন্দলের রেশ তিনি প্রচারে এসেই বুঝে যান। খড়্গপুরের বিধায়ক হিরণ বনাম দিলীপ দ্বন্দ্বের ফলে পশ্চিম মেদিনীপুর জুড়ে যে হাওয়া ছিল তা কমতে শুরু করেছে বলেই বিজেপির অন্দরে খবর। খড়্গপুর পুরসভার পুরনো কংগ্রেস ভোট যে কোনওসময় পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিতে পারে বলে টিএমসি ও বিজেপি মনে করছে। সেই সঙ্গে আছে ফের উঠতি বাম ভোট।
জেলা টিএমসির নিজস্ব ক্যালকুলেশনে স্পষ্ট, পুরনিগম ভোটে বামেদের উত্থানের ছাপ পড়তে চলেছে খড়্গপুরে। আর বিজেপির বড় অংশের ভোট ঢুকছে তৃণমূলে। বিজেপির অভ্যন্তরেও ভোট ভাগ হয়ে যাওয়ার আশঙ্কা বড় হয়ে উঠছে। দুই জেলার তৃণমূল কংগ্রেস ও সিপিআইএম শিবিরের দাবি, পতনের আভাস দেখতে পাচ্ছেন শুভেন্দু ও দিলীপ। তাহলে কী হবে কাঁথি ও খড়্গপুরে? এই ধাক্কা আদেও কি সামলাতে পারবেন শুভেন্দু- দিলীপবাবু !