22 C
New York
Thursday, January 23, 2025
HomeবিনোদনSudipta Chakraborty: অপমানিত সুদীপ্তা চক্রবর্তী! ফেরত দিলেন সরকারি পুরস্কার

Sudipta Chakraborty: অপমানিত সুদীপ্তা চক্রবর্তী! ফেরত দিলেন সরকারি পুরস্কার

Published on

- Ad1-
- Ad2 -

কাঞ্চন মল্লিকের মন্তব্যের জেরে ইতিমধ্যে দুই নাট্য ব্যক্তিত্ব ইতিমধ্যে তাঁদের সরকারি পুরস্কার ফেরাতে চেয়েছেন। সেই তালিকা আরও দীর্ঘ করে উঠে এল অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর নাম। ফেসবুকে সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty) প্রথম জানান, তিনি সরকারি পুরস্কার ফেরত দিতে চাইছেন।

তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক একটি সাক্ষাৎকারে বলেন, যেসব অভিনেতা-অভিনেত্রী রাস্তায় রয়েছেন, তাঁরা পুরস্কার ফেরত দেবেন কি না। কাঞ্চন মল্লিকের এই কথাতেই অপমানিত বোধ করেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)। সেখান থেকেই তিনি পুরস্কার ফেরতের সিদ্ধান্ত নেন। সাংবাদিকদের প্রশ্নের মুখে সুদীপ্তা চক্রবর্তী বলেন, “অনেকদিন অভিনয় করছি, অনেক বছর ধরে। কোনওদিন কাউকে তেল মেরে, তাঁবেদারি করে, খুশি করে পুরস্কার পাওয়ার চেষ্টাও করিনি। তাঁবেদারি করা হয়, সেরকম কোনও অনুষ্ঠানেও যাইনি। আজ পর্যন্ত যে কটা পুরস্কার পেয়েছি, মনে করেছিলাম, নিজের যোগ্যতাতেই সেই পুরস্কার পেয়েছি। সেই রকম একটি পুরস্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ২০১৩ সালের ১৪ জুলাই পেয়েছিলাম। সেটা আমার দেওয়ালে টাঙানো ছিল। সেটা দেখে আমি গর্ব অনুভব করতাম। কিন্তু পরশু রাতে দেখলাম, এক বিধায়ক যারা রাস্তায় আছি, তারা পুরস্কার ফেরত দেব কি না সেই নিয়ে প্রশ্ন তোলেন। আপমানে লেগেছে।রাস্তায় তো থাকবই। এতদিন অন্যায় মুখ বুজে মেনে নিয়েছি, তাই আজ এই পরিস্থিতি। অন্যায় আর মেনে নেব না। আইনত ও সামাজিক দুই দিক থেকেই বিচার চাইছি। দর্শকদের কাজ পছন্দ হলে কাজ করে যাবো। পুরস্কার ফেরত নিয়ে নিন। পরিচালক ও প্রযোজক আমাকে যোগ্য মনে করলে ডাকবেন। পরের প্রজন্মকে কাজ শেখাচ্ছি। কিছু না কিছু করে ঠিক চালিয়ে নেব।” পাশাপাশি তিনি বলেন, “অভিনেতাদের পুরস্কার সম্মান নিয়ে ব্যঙ্গ করার সাহস কাঞ্চনের হয় কী করে।”

প্রসঙ্গত, রবিবার এক ধর্নামঞ্চ থেকে সরকারি চিকিৎসকদের পাশাপাশি কাঞ্চন মল্লিক অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে ব্যঙ্গ করেন। তিনি বলেন, সরকারি পুরস্কারে সম্মানিত হওয়ার পরেও অভিনেতা-অভিনেত্রীরা কীভাবে রাস্তায় নামছেন। রবিবার এই মন্তব্যের পরেই সোমবার চলে জোর বিতর্ক। অভিনয় জগতের বন্ধু ও সহকর্মীরা একের পর এক সমালোচনা করেন তাঁর মন্তব্যের। সারাদিনের বিতর্কের পর সোমবার রাতে একটি ভিডিও বার্তায় নিজের মন্তব্যের জন্য ক্ষমা চান উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক। কিন্তু ক্ষমা প্রার্থনায় মন গলাতে পারেননি অভিনেতা, অভিনেত্রী ও নাট্য বক্তিত্বদের। মঙ্গলবার একের পর এক শিল্পীরা নিজেদের পুরস্কার ফেরাতে শুরু করেন। তালিকায় নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী সঞ্চিতা রয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হল অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর নাম।

Latest articles

RG Kar: সঞ্জয়ের ফাঁসি চাই! হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে সিবিআই

আরজি কর কাণ্ডে (RG Kar) দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইয়ের বিরুদ্ধে দেওয়া শিয়ালদহ...

Kolkata: বাসকে অ্যাম্বল্যান্স করে সহকর্মীকে হাসপাতালে নিয়ে গেলেন ড্রাইভার! শেষ রক্ষা হল না

গড়িয়া থেকে এসপ্ল্যানেডগামী (Kolkata) বাসে টিকিট কাটতে কাটতে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন কন্ডাক্টর ষষ্ঠী...

Shoot Out: ভর দুপুরে খাস চলল পর পর গুলি! পুলিশের সামনে দিয়ে পালিয়ে গেল দুষ্কৃতীরা

ব্যারাকপুরের চিড়িয়ামোড় এলাকায় জনবহুল জায়গায় বুধবার বিকেলে গুলি চালানোর (Shoot Out) ঘটনায় আতঙ্ক ছড়াল।...

Train Accident: মহারাষ্ট্রে বড় ট্রেন দুর্ঘটনা, পুষ্পক এক্সপ্রেসে আগুনের গুজবে ঝাঁপিয়ে পড়ে ৮ যাত্রীর মৃত্যু!

মহারাষ্ট্রের জলগাঁওয়ে বড় ধরনের ট্রেন দুর্ঘটনা (Train Accident) ঘটেছে। ট্রাকে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ধাক্কা...

More like this

RG Kar: সঞ্জয়ের ফাঁসি চাই! হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে সিবিআই

আরজি কর কাণ্ডে (RG Kar) দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইয়ের বিরুদ্ধে দেওয়া শিয়ালদহ...

Kolkata: বাসকে অ্যাম্বল্যান্স করে সহকর্মীকে হাসপাতালে নিয়ে গেলেন ড্রাইভার! শেষ রক্ষা হল না

গড়িয়া থেকে এসপ্ল্যানেডগামী (Kolkata) বাসে টিকিট কাটতে কাটতে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন কন্ডাক্টর ষষ্ঠী...

Shoot Out: ভর দুপুরে খাস চলল পর পর গুলি! পুলিশের সামনে দিয়ে পালিয়ে গেল দুষ্কৃতীরা

ব্যারাকপুরের চিড়িয়ামোড় এলাকায় জনবহুল জায়গায় বুধবার বিকেলে গুলি চালানোর (Shoot Out) ঘটনায় আতঙ্ক ছড়াল।...