Sukanta Mazumdar: ‘নবজাতক’ মন্তব্যে কুণালকে পাল্টা আক্রমণ সুকান্ত মজুমদারের, তুললেন মমতার ‘স্কুল’ প্রসঙ্গ

রাজ্যের বিরোধী দল বিজেপি-র দায়িত্বে থাকা এবং কেন্দ্রের প্রতিমন্ত্রীর পদ সামলানো সুকান্ত মজুমদারকে (Sukanta Mazumdar) তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ ‘রাজনীতির নবজাতক’ বলে কটাক্ষ করেছিলেন। সেই মন্তব্যের পর বৃহস্পতিবার সুকান্ত মজুমদার (Sukanta Mazumdar) পাল্টা আক্রমণে কুণাল ঘোষকে তীব্র কটাক্ষ করেছেন। তিনি  (Sukanta Mazumdar) টেনে আনেন মুখ্যমন্ত্রীর ‘স্কুল’ প্রসঙ্গ।

বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত এদিন কুণালের বক্তব্যের জবাবে বলেন, “আমি ২২ বছর ধরে সংগঠনে কাজ করেছি। সাংবাদিকতা থেকে রাজনীতিতে আসিনি।” তিনি আরও বলেন, “আমি যে নবজাতক নই, তা প্রমাণ করতে আমাকে কুণালের কাছে কিছু প্রমাণ করতে হবে না। বর্ষীয়ান তৃণমূল নেতা বিপ্লব মিত্রকে লোকসভা নির্বাচনে হারিয়েছি। তাঁর হয়ে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দেব এসেছিলেন। তবুও তিনি জিততে পারেননি। এটা কি নবজাতকের ক্ষমতা?”

কুণাল ঘোষের বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘স্কুল’ প্রসঙ্গ টেনে সুকান্ত বলেন, “শুভেন্দু অধিকারী মমতার স্কুলের ছাত্র ছিলেন বলে কুণাল ওঁকে প্রশংসা করেছেন। কিন্তু সেই স্কুলে বিপ্লব মিত্রও ছিলেন। তবুও তিনি হারলেন। তাহলে কি মমতার স্কুল নিয়ে প্রশ্ন তোলা উচিত?”

শুভেন্দু অধিকারীকে নিয়ে কুণালের প্রশংসার জবাবে সুকান্ত বলেন, “আমি কুণাল ঘোষের কথাকে পজিটিভ অর্থে নিচ্ছি।” তবে এই মন্তব্যেও যে কটাক্ষ লুকিয়ে রয়েছে, তা স্পষ্ট বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

সুকান্ত কুণালকে কটাক্ষ করে বলেন, “আমার বয়স পঁয়তাল্লিশ। বিপ্লব মিত্র তত বছর রাজনীতিতে কাজ করেছেন। উনিও মমতার কাছ থেকে ট্রেনিং নিয়েছেন। এত বড় মাপের নেতা হয়েও তিনি হারলেন। তাহলে বুঝুন, নবজাতকের ক্ষমতা কতটা।”

বিজেপি-তৃণমূলের মধ্যে কথার লড়াই ক্রমশই উত্তপ্ত হচ্ছে। সুকান্ত মজুমদার ও কুণাল ঘোষের পাল্টাপাল্টি মন্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক দানা বেঁধেছে। শাসক-বিরোধীর এই বাকযুদ্ধ আগামী দিনে আরও কোন দিকে মোড় নেবে, তা নিয়ে কৌতূহল বাড়ছে।