বাংলাদেশের অবৈধ সরকারকে সরাতে হবে, বৈধ সরকার ফিরবে নিরপেক্ষ নির্বাচনে। বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা দরকার। সিলেট চট্টগ্রাম সহ যতগুলো বারে নির্বাচন হয়েছে আওয়ামী লীগ পন্থীরা জয়ী হয়েছে। বাংলাদেশের কুড়ি শতাংশ মানুষ তারা জঙ্গিবাজ মৌলবাদ পাকিস্তানিদের পক্ষে। বাংলাদেশের ৮০ শতাংশ মানুষ উন্নয়ন চাই। কাঁটাতারাহীন এলাকায় তার বেড়া দেওয়া হবেই। এদিন মালদহের সুখদেবপুর এলাকায় তিরঙ্গা যাত্রায় অংশ নিয়ে এমনটাই জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দেশের ৭৬ তম প্রজাতন্ত্র দিবসে মালদহের বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের সুকদেবপুর থেকে সবদলপুর পর্যন্ত তিরঙ্গা যাত্রায় অংশ নেন তিনি।
সম্প্রতি মালদহের সুখদেবপুর সীমান্তে কাঁটাতারাহীন এলাকায় বিডিআর- এর সহযোগিতায় বহু বাংলাদেশীরা ভারতে অনুপ্রবেশ করে। সেইসময় বিএসএফ রুখতে গেলে বিএসএফ কে লক্ষ্য করে ইট, পাথর ছুঁড়তে থাকে। পিছু হটতে হয় বিএসএফ কে। এদিকে বেশ কিছু সময় ধরে চেঁচামেচি শুনে সুকদেবপুরের জমিতে চাষ করতে থাকা গ্রামবাসীরা বাঁশ লাঠি নিয়ে ছুটে যায়। গ্রামবাসীদের সাথে যৌথ ভাবে বিএসএফ বাংলাদেশী অনুপ্রবেশকারীদের আটকাতে গেলে দুই পক্ষের সংঘর্ষ বাঁধে। ওই সময় বাংলাদেশীদের ছোড়া পাথরে আহত হন কয়েকজন বিএসএফ কর্মী এবং গ্রামবাসীরা। শেষমেশ টিয়ার সেল ফাটাতে বাধ্য হয় বিএসএফ। বেসামাল বুঝে বাংলাদেশীরা বোমা ছোঁড়ে এমনকি ভারত বিদ্বেষী অশ্রাব্য গালিগালাজ করে বলে অভিযোগ করেন সুকদেবপুরের বাসিন্দারা। এই ঘটনায় আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।
সেদিনের ঘটনার পর দেশের ৭৬ তম প্রজাতন্ত্র দিবসে মালদহের বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের সুকদেবপুর থেকে সবদলপুর পর্যন্ত তিরঙ্গা যাত্রায় অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে প্রায় হাজারখানেক মানুষ ভারতের জাতীয় পতাকা নিয়ে তিরঙ্গা যাত্রায় অংশ নেয়। যাত্রা শেষে একটি সভাও করেন বিরোধী দলনে তা । সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন…. নিচে ভিডিওটি দেখুন 👇