T20 WC Final: বৃষ্টি কিংবা টাই হলে কার হাতে উঠবে বিশ্বকাপ?

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC Final) নবম আসরের ফাইনাল আজ। দক্ষিণ আফ্রিকা মুখিয়ে আছে তাদের প্রথম বিশ্ব শিরোপা জিততে। অন্যদিকে ভারত অপেক্ষায় ১০ বছরের ট্রফির খরা ঘোচাতে। তবে এই দুই দলকে লড়াই করতে হবে বৃষ্টির সঙ্গেও। টুর্নামেন্টজুড়েই বৃষ্টি খেলার স্বাভাবিক গতিতে ব্যঘাত ঘটিয়েছে।

আজ শনিবার বার্বাডোজেও হানা দিতে পারে বেরসিক বৃষ্টি। আগে থেকেই আঁচ করতে পারায় রিজার্ভ ডে রাখা হয়েছিল। শনিবার বার্বাডোজে যদি বৃষ্টি হয়, তা হলেও চিন্তার কোনো কারণ নেই। ফাইনালের জন্য এক দিন রিজার্ভ ডে রাখা আছে। কোনো কারণে শনিবার পুরোপুরি খেলা না হলে বা অল্প খেলা হলে, তা সম্পূর্ণ করা যাবে রবিবার।

তবে দুই দিনই যদি খেলা আয়োজন না করা যায়, সে ক্ষেত্রে উভয় দল যুগ্ম ভাবে ট্রফি জিতবে। না খেলেও প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ জেতার সুযোগ থাকবে দক্ষিণ আফ্রিকার কাছে।

তবে ‘টাই’-এর ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। সে ক্ষেত্রে সুপার ওভার হবে। যদি প্রথম সুপার ওভার ‘টাই’ হয়, তা হলে দ্বিতীয় বার সুপার ওভার হবে। যত ক্ষণ না ম্যাচের নিষ্পত্তি হচ্ছে, ততক্ষণ সুপার ওভার চলতেই থাকবে।

আসলে, ২০১৯ সালে এক দিনের বিশ্বকাপ ফাইনালের পর থেকে এ নিয়ে সতর্ক হয়েছে আইসিসি। সেবার ৫০ ওভারের ম্যাচ এবং সুপার ওভার, দু’টিই টাই হয়েছিল। শেষ পর্যন্ত বেশি চার মারার জন্য জিতে যায় ইংল্যান্ড। সেই নিয়ম নিয়ে প্রবল সমালোচনা হয়। তারপরেই নিয়ম বদল করে আইসিসি জানায়, ম্যাচের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সুপার ওভার চলতে থাকবে।

Exit mobile version