T20 WC Final: ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে ফাইনালে যাদের ওপর থাকবে নজর

রোমাঞ্চকর এক ফাইনালের (T20 WC Final) অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের ফাইনালে আজ শনিবার লড়াইয়ে নামবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। দুদলই অপরাজিত থেকে নিশ্চিত করেছে ফাইনাল। আর মাত্র এক ম্যাচ জিতলেই শিরোপা নিজেদের করে নেবে তারা। দুই ফাইনালিস্টের ভরসার অন্যতম জায়গা তাদের ভারসাম্যপূর্ণ দল।

ভারত ও দক্ষিণ আফ্রিকা দলের ২২ জনই বদলে দিতে পারেন ম্যাচের গতিপথ। শক্তি-সামর্থ্য ও আত্মবিশ্বাসে নিজেদের নিংড়ে দিতে প্রস্তুত তারকারা। তবু, এদের মাঝেও আলাদা থাকেন কেউ কেউ। যাদের ওপর বিশেষ নজর থাকে সবার। প্রতিপক্ষ কৌশল সাজায় প্রতিরক্ষার।

ভারতের দিকে নজর দিলে শুরুতেই তাদের ব্যাটিং। বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইন আপ তাদের। ওপেনিংয়ে ঝড় তুলছেন অধিনায়ক রোহিত শর্মা। শেষ দুই ম্যাচেই করেছেন অর্ধশতক। ২৪৮ রান নিয়ে টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন রোহিত। কোহলি পুরো আসরে ব্যর্থ হলেও ফেলে দেওয়া যাবে না তাকে। আধুনিক ক্রিকেটের সবচেয়ে সফল ব্যাটসম্যান জ্বলে উঠলে কী হতে পারে তা সবার জানা। এছাড়া, সূর্যকুমার যাদবকে নিয়ে আলাদা করে ভাবতে হবে দক্ষিণ আফ্রিকার বোলারদের। আসরে ১৯৬ রান করা সূর্য যে বল উড়িয়ে মারতে পছন্দ করেন বেশি। তার ডাকনামই হয়ে গেছে ‘স্কাই।’

ব্যাটিং ছেড়ে ভারতের বোলিংয়ে নজর দিলে সবার আগে থাকবেন জসপ্রীত বুমরাহ। গত কয়েক বছর ধরেই পিচে ব্যাটারদের আতঙ্কের আরেক নাম বুমরাহ। রান দেওয়ায় যেমন মিতব্যয়ী, তেমনি উইকেট নেওয়ায় পটু। সাত ম্যাচে ১৩ উইকেট নিয়ে তিনি আছেন উইকেট সংগ্রাহকের তালিকায় চতুর্থ স্থানে। শীর্ষে থাকা বোলারও ভারতের। ১৫ উইকেট নিয়ে সবার ওপরে স্পিনার অর্শ্বদীপ সিং।

ভারতকে পাল্লা দিতে তৈরি আছে দক্ষিণ আফ্রিকাও। প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক আছেন ছন্দে। ২০৪ রান নিয়ে প্রোটিয়া ব্যাটারদের মধ্যে সবার ওপরে তিনি। ফাইনালেও তার ব্যাট হাসলে অনেকটাই সহজ হবে দলের এগিয়ে যাওয়া। টপ মিডল অর্ডারে প্রোটিয়াদের বড় ভরসা আর ভারতের হুমকি হেনরিখ ক্লাসেন। প্রথমত, আইপিএলে ঝড় তুলে এসেছেন তিনি। আর ভারতীয় বোলারদের ভালো করেই জানা আছে তার। ফাইনালের(T20 WC Final) এক্স ফ্যাক্টর হতে পারেন তিনি। আর অধিনায়ক এইডেন মার্করাম এবং তার সঙ্গে ‘কিলার মিলার’-খ্যাত ডেভিড মিলার তো আছেনই।

বোলিংয়ে প্রোটিয়াদের বড় ভরসা কাগিসো রাবাদা। গোটা আসরে এখনও নিজেকে পুরোপুরি নিজেকে মেলে ধরতে পারেননি রাবাদা। কে জানে, হয়তো বড় ম্যাচের জন্য শান দিচ্ছেন অস্ত্রে। তবে, বল হাতে প্রোটিয়াদের সবচেয়ে বড় আস্থা তাবরিজ শামসি। চলমান আসরে নিজেকেই ছাড়িয়ে গেছেন তিনি। বাঁহাতি এই লেগ স্পিনার ইতোমধ্যে নিয়েছেন ১১ উইকেট। ওভার প্রতি রান দিয়েছেন ৭.৩৭। ভারতীয় ব্যাটারদের বেশ পরীক্ষার মুখেই পড়তে হবে শামসির সামনে।

Exit mobile version