Team India Squad: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট দল ঘোষণা, বদলে গেল রোহিতের সহকারী

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৫ সদস্যের দল ঘোষণা (Team India Squad) করল ভারত। অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে তিন টেস্টের এই দলে সহ-অধিনায়ক জাসপ্রিত বুমরা। এই ঘোষণা করে হয়তো টেস্টে ভারতের ভবিষ্যৎ অধিনায়কের একটি ইঙ্গিত দিয়ে রাখল বিসিসিআই। তবে জায়গা পাননি মহম্মদ শামি।

3 Surprising inclusions in India's Test squad for Sri Lanka series

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের (Team India Squad) যে দল খেলেছিল সেই দলের সঙ্গে নিউজিল্যান্ড সিরিজের দলে খুব বেশি তফাত নেই। চমক দলের রিজার্ভ তালিকায়। তার তরুণ ক্রিকেটার দলের সঙ্গে থাকবেন। সেই তালিকাতেই রয়েছেন কেকেআরের হর্ষিত। তিনি বাদে নীতীশ কুমার রেড্ডি, মায়াঙ্ক যাদব ও প্রসিদ্ধ কৃষ্ণকে রাখা হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হয়েছে নীতীশ ও মায়াঙ্কের। নজর কেড়েছেন তারা। হর্ষিতের এখনও অভিষেক হয়নি। শনিবার শেষ টি-টোয়েন্টিতে দলে জায়গা পেতে পারেন তিনি। তার আগে আরও একটি ভাল খবর পেলেন কলকাতার পেসার।

IND vs BAN: Chennai's Chepauk stadium a happy hunting ground for India |  Cricket News - News9live

১৬ অক্টোবর থেকে বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত (Team India Squad)। ২৪ অক্টোবর থেকে দ্বিতীয় টেস্ট পুণেতে। ১ নভেম্বর থেকে মুম্বাইয়ে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলবেন রোহিতেরা।

Image

ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ।