কলকাতায় শুরু হয়েছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (Bengal Global business summit), যেখানে অংশ নিচ্ছেন দেশ-বিদেশের শীর্ষ শিল্পপতিরা। তবে এই সম্মেলনে (Bengal Global business summit)আমন্ত্রণ না পাওয়ায় প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে উত্তর দিনাজপুরের ‘বঞ্চনা’র অভিযোগ তুলেছেন তিনি (Bengal Global business summit)।
রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন, আমন্ত্রণ না পাওয়ার বিষয়টি নিয়ে তিনি জেলা প্রশাসকের (ডিএম) কাছে জানতে চান। কিন্তু খোঁজ নিয়েও আমন্ত্রণপত্রের কোনো খোঁজ মেলেনি। তাঁর মতে, এতে উত্তর দিনাজপুর জেলার শিল্পোন্নয়নের সুযোগ নষ্ট হলো।
কৃষ্ণ কল্যাণী বলেন, “আগে যখন আমন্ত্রণ পেয়েছি, তখন বিধায়ক হিসেবে নয়, ডেলিগেট হিসেবে যোগ দিয়েছিলাম। আমি একজন ব্যবসায়ী, তাই বলতে পারি যে যা ঘটল তা ঠিক হয়নি। এখানকার উদ্যোগপতিরা এই সম্মেলনে অংশ নিতে পারলে তা জেলার জন্য লাভজনক হতো।” উল্লেখ্য, ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই বাণিজ্য সম্মেলনে ৪০টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। পার্টনার দেশ হিসেবে রয়েছে ২০টি দেশ। কলকাতায় ইতিমধ্যেই ২০টি দেশের রাষ্ট্রদূত উপস্থিত হয়েছেন। বিধায়কের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। ঘাসফুল শিবিরের অস্বস্তি কিছুটা হলেও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
অন্যদিকে, বুধবারই বেঙ্গল গ্লোবাল বিজনেজ সাবমিট শুরু হচ্ছে। দুই দিন ব্যাপী এই সম্মেলন চলবে। এই বানিজ্যসভাতে সজ্জন জিন্দাল, মুকেশ আম্বানি উপস্থিত থাকবেন। সারা বিশ্বের শিল্পপতিদের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। ইতিমধ্যে বাংলায় ২০ দেশের প্রতিনিধি উপস্থিত হয়েছেন বলে জানা গিয়েছে।
এই বাণিজ্যসভার অন্যতম প্রধান অতিথি হিসেবে আসবেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অক্টোবর মাসেই ভুটানের প্রধানমন্ত্রী এই বানিজ্যসভায় প্রধান অতিথি হিসেবে আসার বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে, সম্প্রতি মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার বৈঠক করেন। সেখানে তিনি মহিলা মন্ত্রীদের আপ্যায়নের দায়িত্ব দিয়েছেন। বৈঠকে উপস্থিত আমন্ত্রিতদের আপ্যায়নের প্রথম সারিতে রয়েছেন শশী পাঁজা ও চন্দ্রিমা ভট্টাচার্য।