নিউজ ডেস্ক: কৃষক আন্দোলন নিয়ে আরএসএস-এর তোপে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। মধ্যপ্রদেশের প্রবীণ সঙ্ঘনেতা রঘুনন্দন শর্মা শনিবার তোমরকে ‘ক্ষমতার দম্ভ’ নিয়ে বেঁধেন। দেশ তো বটেই, কৃষ আন্দোলন নিয়ে বিশ্বজোড়া সমালোচনার মুখে আরএসএস-এরও ভিন্ন সুরে বেশ অস্বস্তিতে নরেন্দ্র মোদীর সরকার।
বিজেপির প্রাক্তন রাজ্যসভা সদস্য রঘুনন্দন দিনদুয়েক আগে ফেসবুকে বার্তা দেন কৃষিমন্ত্রীকে। জাতীয়তাবাদকে আরও জোরদার করার পরামর্শও মিলেছে তাঁর কাছ থেকে। ‘নরেন্দ্রজি’ বলে শুরু হওয়া ওই ফেসবুক বার্তায় তোমরের উদ্দেশে ৭৩-এর আরএসএস নেতা লেখেন — আপনি সরকারের অংশ। আপনি হয়তো কৃষকদের সাহায্যই করতে চাইছেন। কিন্তু কেউ যদি সাহায্য নিতে না-চায়, তা হলে তেমন ভালো করে লাভটা কী? কেউ যদি উলঙ্গ থাকতে চায়, তাকে জোর করে জামাকাপড় পরিয়ে কী হবে! আপনি যদি মনে করেন যে নিজের কঠোর শ্রমের ফসল ঘরে তুলছেন, তা হলে সেটা আপনার ভ্রম।
এরপরেই ক্ষমতার দম্ভের প্রসঙ্গে তোলেন রঘুনন্দন। কৃষিমন্ত্রীর উদ্দেশে ওই পোস্টে লেখেন — ক্ষমতার দম্ভ আজ আপনার মাথায় চড়ে গিয়েছে। আপনি জনতার রায়কে অস্বীকার করছেন কেন? আমরা কংগ্রেসের সব পচা পলিসি প্রয়োগ করছি, যেগুলিতে আমাদের আগ্রহ নেই। কলসিতে ফুটো থাকলে তা দিয়ে বিন্দু বিন্দু জল চুঁইয়ে পড়েই খালি হয়ে যায়। জনতায় রায়ের ক্ষেত্রেও তা-ই।
পাশাপাশি সর্বশক্তি দিয়ে জাতীয়তাবাদকে শক্তিশালী করার পরামর্শ দেন আরএসএস নেতা। না হলে পরে আক্ষেপ করতে হবে বলেও প্রবীণ রঘুনন্দনের মন্তব্য।