Homeজেলার খবরআন্তঃরাজ্য প্রতারণা চক্রে জড়িত বাংলার যুবক! মেদিনীপুর থেকে অভিযুক্তকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ...

আন্তঃরাজ্য প্রতারণা চক্রে জড়িত বাংলার যুবক! মেদিনীপুর থেকে অভিযুক্তকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ

Published on

নিজস্ব প্রতিনিধি, এগরাঃ  প্রতারণার খবলে পড়ে সর্বস্বান্ত হচ্ছেন ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। নাজেহাল শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতের একাধিক রাজ্যও। কয়েক মাস আগে এক ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে ১৫ লক্ষ টাকা তুলে নেয় প্রতারণা চক্রের হ্যাকাররা। এরপর ওই ব্যবসায়ী উত্তরপ্রদেশ রাজ্যের পুলিশের দ্বারস্থ হয়। অভিযোগ পেয়ে তদন্তে নামে উত্তর প্রদেশ রাজ্য পুলিশ। তদন্তে নেমে তারা জানতে পারে শুধু সে রাজ্যেই নয় সারা ভারতবর্ষ জুড়েই হ্যাকাররা জাল ছড়িয়ে রয়েছে। আর সেই তদন্তে নাম জড়াল পশ্চিমবঙ্গের। প্রতারণা চক্রে যুক্ত রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার খালশুটিয়া গ্রামের শাহজাহান খাঁন নামে এক যুবক।

এরপর উত্তর প্রদেশের পুলিশ পূর্ব মেদিনীপুর জেলার পুলিশের সঙ্গে যোগাযোগ করে। সেই মত উত্তরপ্রদেশ রাজ্যের একটি তদন্তকারী দল রবিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার এগরায় হাজির হয়। এগরা থানার পুলিশ এবং  উত্তর প্রদেশ থেকে আসা পুলিশের ওই তদন্তকারী দল যৌথ অভিযান চালিয়ে রাতেই অভিযুক্ত শাজাহান খাঁনকে গ্রেফতার করে। সোমবার সকালে অভিযুক্ত শাহজাহানকে কাঁথি আদালতে হাজির করে পুলিশ। তদন্তের স্বার্থে কাঁথি আদালত থেকে ট্রানজিট রিমান্ডে অভিযুক্তকে উত্তরপ্রদেশ নিয়ে যায়।

জানা গিয়েছে,, গত কয়েক মাস আগে দিল্লির এক ব্যবসায়ীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১৫ লক্ষ টাকা আচমকাই উধাও হয়ে যায়। শুধু দিল্লি নয় ভারতবর্ষের একাধিক রাজ্যে ব্যবসা রয়েছে ওই ব্যবসায়ীর। এরপর উত্তরপ্রদেশ পুলিশের দ্বারস্থ হয় ওই ব্যবসায়ী। এমন গুরুতর অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। ব্যাঙ্কের অ্যাকাউন্ট ডিটেইলস দেখে এক অভিযুক্তের সন্ধান পায় উত্তরপ্রদেশ রাজ্যের পুলিশ। সেইমত  এগরায় এসে রবিবার রাতে শাজাহান খাঁনকে গ্রেফতার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত শাহজাহান কম্পিউটারে ডিপ্লোমা ডিগ্রি রয়েছে। শুধু তাই নয় এলাকার এক শতাধিক ছেলেমেয়েকে টিউশান পড়ান তিনি। কিন্তু কি ভাবে শাজাহান এইরকম একটা প্রতারণা চক্রের সাথে জড়িয়ে পড়ল তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে খালশুটিয়ার গ্রামে।

Latest News

UP’S Sambhal Clashes: সম্বলে তিনজনের মৃত্যুর পর ইন্টারনেট বন্ধ, কমিশনার কীভাবে পরিস্থিতি সামাল দিলেন?

রবিবার সম্বলের জামে মসজিদে সমীক্ষা চলাকালীন সহিংসতা (UP’S Sambhal Clashes) ছড়িয়ে পড়ে যাতে তিনজন...

UP’S Sambhal Clashes: ইউপির সম্বলে মসজিদ জরিপ নিয়ে সংঘর্ষে ৩ জন নিহত, ছোঁরা ইটে ঘায়েল পুলিশ

উত্তর প্রদেশের (UP'S Sambhal Clashes) সম্বলে একটি মুঘল আমলের মসজিদের জরিপকে কেন্দ্র করে সংঘর্ষের...

Bikash Mishra: কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন! এবার নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার বিকাশ মিশ্র

গোরু ও কয়লা পাচার কাণ্ডে সিবিআই ইতিমধ্যে তাঁকে (Bikash Mishra)গ্রেফতার করেছিল। তাঁর (Bikash Mishra)...

Satabdi Roy: অনুব্রত মণ্ডলের ফিরে আসায় অনেকেই খুশি হননি! বিস্ফোরক তৃণমূল সাংসদ

গোরু পাচার মামলায় দুই বছর জেলে ছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। পুজোর ঠিক আগে...

More like this

Bikash Mishra: কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন! এবার নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার বিকাশ মিশ্র

গোরু ও কয়লা পাচার কাণ্ডে সিবিআই ইতিমধ্যে তাঁকে (Bikash Mishra)গ্রেফতার করেছিল। তাঁর (Bikash Mishra)...

Satabdi Roy: অনুব্রত মণ্ডলের ফিরে আসায় অনেকেই খুশি হননি! বিস্ফোরক তৃণমূল সাংসদ

গোরু পাচার মামলায় দুই বছর জেলে ছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। পুজোর ঠিক আগে...

RG Kar: শুনানি চললেও আর আদালতে তোলা হবে না সঞ্জয় রায়কে! সিভিক ভলেন্টিয়ারের জন্য নতুন ব্যবস্থায় উঠছে একাধিক প্রশ্ন

আরজি কর (RG Kar) মামলার শুনানি চলবে। কিন্তু প্রধান অভিযুক্ত ধৃত সঞ্জয় রায়কে আর...