খবর এইসময়,নিউজ ডেস্কঃ কোভিড আক্রান্ত হয়ে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন। শনিবার রাতে এই খবর সামনে আসার পর থেকেই চিন্তায় ঘুম উড়েছে অমিতাভ ভক্তদের। এই ধাক্কা সামলে উঠবার আগেই মধ্যরাতে টুইট করে করোনা আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেন অমিতাভ পুত্র অভিষেক বচ্চন। এই মুহূর্তে দুজনেই চিকিৎসাধীন মুম্বইয়ের নানাবতী হাসপাতালে। শনিবার রাতেই ভাইরাল হয়ে যায় অমিতাভের একটি ভিডিও। যেখানে নানাবতী হাসপাতালের ডাক্তার,নার্স সহ অন্য সকল কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করতে দেখা গেছে অমিতাভকে। মহামারী করোনার সঙ্গে লড়াই করতে যেভাবে সবটুকু উজাড় করে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করেছেন স্বাস্থ্যকর্মীরা সেই কথা এই ভিডিওয় বলতে শোনা গিয়েছে বিগ বি’কে। তিনি ভগবানের সঙ্গে চিকিৎসকদের তুলনা টেনেছেন।
কিন্তু এই ভিডিওটি গতকালের ভিডিও নয়। করোনা সংকটের সময়ই,এপ্রিল মাসে এই ভিডিওটি রেকর্ড করেছিলেন অমিতাভ বচ্চন। সেটিকেই অমিতাভের সাম্প্রতিকতম ভিডিও বলে ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যা সম্পূর্ন ভুয়ো।
নানাবতী সুপারস্পেশ্যালিটি হাসপাতালের পাবলিক রিলেশন অফিসার বর্ষীয়ান অভিনেতার স্বাস্থ্য সংক্রান্ত আপডেট দিয়েছেন সংবাদমাধ্যমকে। তিনি সংবাদ সংস্থা এএনআইকে বলেন,’অমিতাভ বচ্চনের পরিস্থিতি স্থিতিশীল, তাঁর করোনার হালকা উপসর্গ রয়েছে। আপতত অভিনেতাকে রাখা হয়েছে হাসপাতালের আইসোলেশন ইউনিটে’। জানা গিয়েছে রাতে স্বাভাবিকভাবেই ঘুমিয়েছেন অমিতাভ ও অভিষেক। তাঁরা সকালে সময়মত ব্রেক-ফাস্টও সেরেছেন।
শনিবার রাত দশটা নাগাদ নিজের টুইটারে তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর জানান ৭৭ বছরের বিগ বি। গত দশ দিনে তাঁর সংস্পর্শে যারা এসেছিলেন, সবাইকে করোনা পরীক্ষা করে নেওয়ার আর্জি জানান তিনি। টুইট দেখে বহু বলিউড তারকা থেকে রাজনৈতিক ব্যক্তিত্বরা অমিতাভ-অভিষেকের আরোগ্য কামনা করে টুইট করেছেন।পাশাপাশি বর্ষীয়ান অভিনেতার দ্রুত আরোগ্য কামনায় দেশজুড়ে অনুরাগীরা শুরু করেছেন মহামৃত্যুজ্ঞয় জপ। চলছে হোম-যজ্ঞ।