খবর এইসময় ডেস্কঃ বর্তমান সময়ে বার্তালাবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম হোয়াটসঅ্যাপ। ছবি কিংবা এসএমএস সহজেই এক মোবাইল থেকে অন্য মোবাইলে ছড়িয়ে পড়তে পারে এই অ্যাপের মাধ্যমে। বিভিন্ন অফিসেও এই অ্যাপ এর ব্যবহার অনেকটাই।
মঙ্গলবার দুপুর ১২টায় হঠাৎই স্তব্ধ হয়ে পড়ে এই পরিষেবা। হোয়াটসঅ্যাপ কাজ না হওয়ায় গ্রাহকের এক অংশ অভিযোগের পাহাড় জমাতে থাকে সোশ্যাল মিডিয়া জুড়ে। সাধারণত এই ধরনের সমস্যায় সম্মুখীন হলে সংস্থার পক্ষ থেকে বিবৃতি জারি করা হয়। তবে মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত ‘মেটার’ পক্ষ থেকে কোন বিবৃতি জারি করা হয়নি।
পরে পরস্থিতি দ্রুত ঠিক করার কথা জানালেও ঠিক কি কারণে এই বিপত্তি তা নিয়ে খোলসা করা হয়নি ‘মেটা’-র পক্ষ থেকে। গ্রাহকের একটি অংশ সামাজিক মাধ্যমে একের পর এক মিম পোস্ট করতে থাকে ।
When WhatsApp is Down.#whatsappdown pic.twitter.com/xHgsHd9h8v
— ɅMɅN DUВΞY (@imAmanDubey) October 25, 2022
সূত্রের খবর অনুযায়ী ভারত সহ ইতালি, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, মালয়েশিয়া , সিঙ্গাপুরেও এই সম্যসা দেখা দেয়।
প্রায় আড়াই ঘণ্টা পর ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে হোয়াটসঅ্যাপ পরিষেবা।