খবর এইসময়, নিউজ ডেস্কঃ বাংলাদেশ স্বাধীনতার ৫০বছর তথা সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে দু’দিনের বাংলাদেশ সফরে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ সফরের ২য় দিন অর্থাৎ শনিবার মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থান ওড়াকান্দিতে মন্দির পরিদর্শন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন তিনি বলেন, আজ যেভাবে দুই দেশের সরকার দুই দেশের সম্পর্ককে শক্তিশালী করছে এভাবেই হরিচাঁদ ঠাকুরও একই পথ দেখিয়েছিলেন। একইভাবে এই ওড়াকান্দি দুই দেশের আত্মিক সম্পর্কের তীর্থক্ষেত্র। এই সম্পর্ক মানুষের সাথে মানুষের সম্পর্ক, মনের সঙ্গে মনের সম্পর্ক।
শান্তনু ঠাকুরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, হরিচাঁদ ঠাকুরের আদর্শই বয়ে নিচ্ছেন শান্তনু ঠাকুর। তিনি বয়সে আমার থেকে ছোট। কিন্তু আমি তার কাছে অনেক কিছু শিখি। তিনি খুবই কর্মঠ। হরিচাঁদ ঠাকুর বরাবর আধুনিকতা ও পরিবর্তনের সমর্থন করেছেন। হরিচাঁদ ঠাকুরের শিক্ষা তার উত্তরাধিকারী গুরুচাঁদ ঠাকুরের মধ্যেও রয়েছে। তিনি দলিত, পীড়িত সম্প্রদায়ের কাছে তার শিক্ষা পৌঁছে দিয়েছেন।
এর মধ্য দিয়ে তিনি ভারতের নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন বলে অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার এই অভিযোগের কারণ, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে আজ। এই নির্বাচনে মতুয়া সম্প্রদায়ের ভোট ব্যাংক রয়েছে।
মমতা বলছেন, ভোট গ্রহণ শুরুর দিন বিদেশের মাটিতে মোদির এমন কর্মকাণ্ড বিশেষ এই সম্প্রদায়ের মানুষের ভোটে প্রভাব ফেলতে পারে। তাই আগের নির্বাচনের একটি ঘটনার সঙ্গে তুলনা টেনে নির্বাচনী বিধি ভঙ্গের দায়ে মোদির ভিসা কেন বাতিল হবে না, এমন প্রশ্ন তুলেছেন তিনি।
বাংলাদেশি অভিনেতা ফেরদৌস ২০১৯ সালে লোকসভা নির্বাচনের সময় পশ্চিমবঙ্গে এসে মমতার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের প্রচার মিছিলে অংশ নিয়েছিলেন। ওই ঘটনা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন অভিযোগ করে সে সময় ফেরদৌসের ভিসা বাতিল করে দেয় কেন্দ্রের বিজেপি সরকার। এবার মোদির ওড়াকান্দিতে মতুয়া মন্দির পরিদর্শনের ঘটনায় সেই প্রসঙ্গ সামনে আনলেন মমতা।
আজ পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে এক সভায় তিনি বলেন, ‘বাংলাদেশ সফরে গিয়ে প্রধানমন্ত্রী মোদি নির্বাচনী বিধি ভেঙে একটি বিশেষ সম্প্রদায়ের মন্দিরে গেলেন। সেখানে মতুয়াদের সমর্থন আদায়ের জন্য আশীর্বাদ নিলেন। আমার প্রশ্ন, এবার কেন মোদির ভিসা বাতিল করা হবে না?’