22 C
New York
Saturday, January 4, 2025
HomeরাজনীতিYear end 2024: বাঙালির নক্ষত্র পতনের বছর ২০২৪... কাদের হারালাম সদ্য...

Year end 2024: বাঙালির নক্ষত্র পতনের বছর ২০২৪… কাদের হারালাম সদ্য পেরিয়ে আসা বছরে

Published on

বাঙালিদের জন্য ২০২৪ সালটা (year end 2024 ) মোটই সুখকর ছিল না। একের পর নক্ষত্রপতন হয়েছে এই বছরে  (year end 2024 ) । বেশ কয়েকজন বিশিষ্ট ও প্রথিতযশা বাঙালিকে আমরা এই বছরই হারিয়েছি (year end 2024 ) ।

২০২৪ সালের শুরুতেই আমরা হারাই উস্তাদ রশিদ খানকে। রশিদ খানের সুরেলা সফর ৯ জানুয়ারি থেমে যায় কলকাতাতেই। ২০২৩ সালের নভেম্বরে ব্রেন স্টোকে আক্রান্ত হন। ২০২৩ সালের ২২ নভেম্বর থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। ৯ জানুয়ারি তাঁর মৃত্যু হয়।

২৭ জানুয়ারি প্রয়াত হন বাংলায় প্রথিযশা অভিনেত্রী শ্রীলা মজুমদার। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। বাংলা সিনেমার পাশপাশি তিনি হিন্দি সিনেমাতেও নিজের প্রতিভার পরিচয় দিয়েছিলেন। মাত্র ১৬ বছর বয়সে তিনি অভিনয় জগতে প্রবেশ করেন। এক নাটকের মহড়া থেকে তাঁর কাছে সিনেমায় অভিনয় করার প্রস্তাব আসে। এই প্রস্তাব দেন মৃণাল সেন। ১৯৮০ সালে মৃণাল সেন পরিচালিত পরশুরাম ছবির মাধ্যমেই চলচ্চিত্র জগতে তাঁর হাতেখড়ি।

প্রবীণ রাজনীতিবিদ ইদ্রিশ আলি দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। ১৬ ফেব্রুয়ারি প্রয়াত হন ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৩ বছর। বসিরহাট লোকসভার প্রাক্তন সাংসদও ছিলেন ইদ্রিশ আলি। তাঁর রাজনৈতিক জীবন শুরু কংগ্রেসে। পরে তিনি তৃণমূলে যোগ দেন।

২২ মার্চ প্রয়াত হন অভিনেতা পার্থসারথি দেব। গত চার দশক ধরে তিনি বহু সিনেমা ও নাটকে অভিনয় করেছিলেন।  ‘লাঠি’, ‘প্রেম আমার’, ‘কাকাবাবু হেরে গেলেন’ থেকে শুরু করে ‘রক্তবীজ’, পার্থসারথি দেবের ফিল্মোগ্রাফিতে সিনেমার সংখ্যা দু’শোরও বেশি।

দীর্ঘদিন ধরে COPD-তে ভুগছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ৮ আগস্ট তিনি প্রয়াত হন। রাজ্যের ৩৪ বছরের বাম শাসনের দ্বিতীয় ও শেষ মুখ্যমন্ত্রী। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।  ২০০১-২০১১, টানা ১১ বছর মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। ২০১১ সালে তিনি বিধানসভা নির্বাচনে পরাজিত হন।

দীর্ঘদিন ধরে যকৃতের ক্যানসারে ভুগছিলেন। গত ২৫ সেপ্টেম্বর প্রয়াত হন বসিরহাটের তৃণমূল সাংসদ শেখ হাজি নুরুল ইসলাম।২০২৪ সালে ফের তাঁকে বসিরহাট লোকসভা আসন থেকে দাঁড় করায় তৃণমূল কংগ্রেস। ৪ জুন ফলাফল প্রকাশের পর দেখা যায় বিজেপি প্রার্থী রেখা পাত্রকে পরাজিত করে বসিরহাটে জয়ী হয়েছেন শেখ হাজি নুরুল ইসলাম। কিন্তু তারপর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

অভিনেতা ও প্রবাদপ্রতিম নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্র  এবছর পৃথিবীর মায়া ত্যাগ করেন। ১২ নভেম্বর সকাল ৮টা ৫০ মিনিটে সল্টলেকের বেসরকারি হাসপাতালে প্রয়াত হন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তপন সিংহের ছবি ‘বাঞ্চারামের বাগান’-এ তাঁর অভিনয় চিরদিনের জন্য জায়গা করে রেখেছে বাঙালির হৃদয়ে। সত্যজিৎ রায়, বুদ্ধদেব দাশগুপ্ত, বাসু চট্টোপাধ্যায়, তরুণ মজুমদার, শক্তি সামন্ত, গৌতম ঘোষের মতো পরিচালকের বহু ছবিতে অসামান্য অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি।

Latest articles

Terrorists: বাংলায় কতদূর ছড়িয়েছে সন্ত্রাসের জাল! এবার জঙ্গিদের জেরা করতে জেলে যাচ্ছেন গোয়েন্দারা

পশ্চিমবঙ্গসহ দেশের একাধিক রাজ্যে জঙ্গি (Terrorists) কার্যকলাপের হদিস মিলছে। গোয়েন্দা সূত্রে খবর, জেল থেকে...

Terrorists: অসমে ‘জঙ্গি তৈরির কারখানা’, লক্ষ্য ছিল পশ্চিমবঙ্গে নাশকতা ছড়ানো! তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

পশ্চিমবঙ্গসহ প্রতিবেশী রাজ্যগুলিকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠছে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি (Terrorists)। গোয়েন্দা রিপোর্ট বলছে,...

Sonarpur: বিছানায় পড়ে রয়েছে স্ত্রীর দেহ, ঝুলছে স্বামী, ক্রমাগত কেঁদে চলেছে আড়াই বছরের শিশু… সোনারপুরের ঘটনায় আঁতকে উঠছে প্রতিবেশীরা

স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে (Sonarpur)। পরে আত্মঘাতী হয় স্বামী (Sonarpur)। ঘটনায়...

Health Department: হাসপাতালে কতক্ষণ কাজ করতে পারবেন চিকিৎসকরা! রোস্টার তৈরি করল স্বাস্থ্য দফতর

আরজি কর কাণ্ডে যখন উত্তাল হয়ে উঠেছিল বাংলা (Health Department)। সেই সময় জানা যায়...

More like this

Terrorists: বাংলায় কতদূর ছড়িয়েছে সন্ত্রাসের জাল! এবার জঙ্গিদের জেরা করতে জেলে যাচ্ছেন গোয়েন্দারা

পশ্চিমবঙ্গসহ দেশের একাধিক রাজ্যে জঙ্গি (Terrorists) কার্যকলাপের হদিস মিলছে। গোয়েন্দা সূত্রে খবর, জেল থেকে...

Terrorists: অসমে ‘জঙ্গি তৈরির কারখানা’, লক্ষ্য ছিল পশ্চিমবঙ্গে নাশকতা ছড়ানো! তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

পশ্চিমবঙ্গসহ প্রতিবেশী রাজ্যগুলিকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠছে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি (Terrorists)। গোয়েন্দা রিপোর্ট বলছে,...

Sonarpur: বিছানায় পড়ে রয়েছে স্ত্রীর দেহ, ঝুলছে স্বামী, ক্রমাগত কেঁদে চলেছে আড়াই বছরের শিশু… সোনারপুরের ঘটনায় আঁতকে উঠছে প্রতিবেশীরা

স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে (Sonarpur)। পরে আত্মঘাতী হয় স্বামী (Sonarpur)। ঘটনায়...