৬৫ কোটি টাকার সাইবার প্রতারণার (LalBazar) অভিযোগ উঠল। ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে লালবাজারের (LalBazar) গোয়েন্দারা উত্তর ২৪ পরগনার বারাসাতের এক যুবককে গ্রেফতার করেছে। ধৃত যুবকের নাম তন্ময় পাল। তদন্তকারী আধিকারিকেরা (LalBazar) জানতে পেরেছেন, অভিযুক্ত সারা দেশে ৩০০ জনের থেকে প্রতারণা করেছে। গোয়েন্দারা (LalBazar) যুবকের কাছ থেকে টাকা উদ্ধারের চেষ্টা করছে।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, মূলত শেয়ারে লগ্নির নাম করে অভিযুক্ত তন্ময় পাল দেশের বিভিন্ন স্তরের মানুষের কাছ থেকে এই পরিমাণ টাকা উদ্ধার করেছে। নিজের বাড়ি থেকেই প্রতারণার কারবার করতো তন্ময় পাল। এই বিপুল টাকা অভিযুক্ত কীভাবে সরিয়েছে পুলিশ তা জানার চেষ্টা করছে। তদন্তকারী আধিকারিকেরা এই বিষয়ে বিভিন্ন রাজ্যের পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে। তন্ময়ে বিরুদ্ধে অন্য রাজ্যেও অভিযোগ জমা পড়েছে। যার জেরে অন্য রাজ্যের পুলিশ তন্ময়কে জিজ্ঞাসাবাদ করতে পারে বলে জানা গিয়েছে। ঠিক কোন কোন রাজ্যের বাসিন্দাদের সঙ্গে তন্ময় প্রতারণা করছে, গোয়েন্দারা জানার চেষ্টা করছে।
লালবাজার গোয়েন্দারা জানতে পেরেছে, সারা দেশ জুড়ে তন্ময় পাল ৬৫ কোটি টাকার প্রতারণা করেছে। সারা দেশজুড়ে কাজ করা জেসিসিটি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা জেএমাইএস পোর্টাল থেকে গোয়েন্দারা এই তথ্য জানতে পেরেছে বলে জানা গিয়েছে। এই পোর্টালটি প্রতিটি রাজ্যের প্রতিটি থানার পুলিশ অ্যাক্সেস করতে পারে। সাধারণত কোনও সাইবার অপরাধী পুলিশের হাতে ধরা পড়ার পর যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি সে ব্যবহার করেছে সেগুলির উপর নজর রাখা হয় এই পোর্টালের মাধ্যমে।
তদন্ত করে লালবাজারের গোয়েন্দারা জানতে পেরেছে, একটি হোয়াটসএ্যাপ গ্রুপ তৈরি করে টাকা শেয়ারে বিনিয়োগ করার প্রলোভন দেখাতো পুলিশ। এভাবেই সারা দেশে প্রায় ৩০০ জনকে এই প্রলোভনের ফাঁদে ফেলেছিল। দিল্লি, মুম্বই, পাটনা, বেঙ্গালুরু সহ দেশের বিভিন্ন প্রান্তের শহরের মানুষকে প্রতারিত করেছিল। নিজেকে বিশ্বাসযোগ্য গড়ে তুলতে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেবি, ইউএস সিকিউরিটি, এক্সচেঞ্জ কমিশনের ভুয়ো লোগো ব্যবহার করত সে।
তন্ময় প্রথম দিকে বিনিয়োগের অর্থের কিছুটা অংশ ফেরত দিত। এতে বিনিয়োগকারীরা আরও টাকা বিনিয়োগ করতো। কিন্তু তখন তন্ময় হোয়াটস অ্যাপ বন্ধ করে দিত। কলকাতার এক বাসিন্দা এই ফাঁদে পা দিয়ে ৬৩ লক্ষ ৯৪ হাজার ৩৪৬ টাকা খুইয়েছেন। পরে তিনি সাইবার ক্রাইম বিভাগে যোগাযোগ করেন। তারপরেই লালবাজারের গোয়েন্দারা তদন্ত শুরু করে। বারাসাত থেকে অভিযুক্ত তন্ময় পালকে গ্রেফতার করেন।