নিজস্ব প্রতিনিধিঃ প্রতিদিনের মত আজও নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে আসেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। আজ কলকাতা সহ শহরতলীর বেশ কিছু পথে ইউনেস্ক নিয়ে পথে শোভাযাত্রা হবে। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “কাজকর্মের কথা বলবেন না। সরকারি টাকায় ফুর্তি করুন। পুজো ঈদে ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে। ধারদেনা করে টানা আনন্দ করুন। চাকরি বাকরি চাইবেন না। লেখাপড়া উঠে গেছে। মূর্খদের রাজ্য তৈরি হচ্ছে। বোম্বাগড়ের রাজার মতো। এটাই ওনার রেসিপি রাজনীতির। লুঠ হচ্ছে, দুর্নীতি হচ্ছে, এসব ভুলে থাকুন। এটাই ওনার রাজনৈতিক কৌশল।”
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সম্পত্তির ওপর বুলডোজার চালানোর কথা, সেই প্রসঙ্গে দিলীপ বাবু বলেন, “উনি একবার চালিয়ে দেখান না। ওনার ওপর আঙ্গুল উঠছে কেন? আত্মীয় স্বজন বাড়ির লোক কোটি কোটি টাকা নিয়ে বসে আছে। সবাই কামিয়ে নিয়েছে। মানুষ হাহাকার করছে। গ্রামে যারা কাজ দেবে বলে টাকা নিয়েছিল, তাদের ধরে লোক পেটাচ্ছে। এটাই কি আমাদের ভবিষ্যত হওয়ার কথা ছিল? রাজ্যের বাইরে গেলে লোক প্রশ্ন করে। কি উত্তর দেব আমরা?”
অনুব্রতর বিধাননগর এমপি এম এলে আদালতে হাজিরা এবং বিপুল সম্পত্তির হদিস
সবে ১৬২টি। আরও আছে। যাকে তাকে ধমকে উনি এগুলো বাগিয়ে নিয়েছেন। সবে শুরু হয়েছে। দেখুন আরও জানা যাবে।