হুগলি: বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ ৩৭৮২৪ ডাউন বর্ধমান হাওড়া লোকালে বিপত্তি। ব্যান্ডেল হুগলি স্টেশনের (Bandel) মাঝে আসতে ভেঙে যায় ট্রেনের পেন্টোগ্রাফ। পেন্টোগ্রাফের সাথে বৈদ্যুতিক তার জড়িয়ে যাওয়ায় ছিঁড়ে যায় সেই তার। ফলে ব্যান্ডেল সংলগ্ন বেশকিছু স্টেশনে পরপর দাঁড়িয়ে পরে লোকাল ট্রেন। ব্যান্ডেলের মতো গুরুত্বপূর্ণ স্টেশনের মাঝে ত্রুটি হওয়ায় প্রভাব পড়েছে বর্ধমান(মেন) সহ হাওড়া কাটোয়া শাখায়। অফিসটাইমে স্টেশনগুলিতে বাড়ছে যাত্রীদের ভিড়। সময় মতো ট্রেন না পাওয়ায় বাড়ছে যাত্রী ভোগান্তি।বিকল্প রাস্তা বেছে গঙ্গা পেরিয়ে নৈহাটি হয়ে কলকাতার পথে রওয়া দিচ্ছে যাত্রীরা। কেউ আবার আস্থা রেখেছে সড়কপথে।
ইতিমধ্যে রেলের বিশেষ দল ঘটনস্থলে মেরামিত কাজ শুরু করলেও পরিষেবা চালু হতে কত সময় লাগবে তা স্পষ্ট হয়নি। স্টেশন গুলিতে যাত্রীদের উদ্দেশ্যে বার বার ঘোষণা করা হচ্ছে পরিষেবা স্বাভাবিক হতে এখনও সময় লাগবে বেশ কিছুটা।
Bandel: সাত সকালে বিঘ্নিত ট্রেন পরিষেবা! বৈদ্যুতিক তার ছিঁড়ে স্তব্ধ ব্যান্ডেল লাইনে ট্রেন চলাচল
Published on
