Homeরাজ্যের খবরKunal Ghosh: পুজো কার্নিভালের পর এবার বিজয়া সম্মেলনী! ভিডিও বার্তায় কী বললেন...

Kunal Ghosh: পুজো কার্নিভালের পর এবার বিজয়া সম্মেলনী! ভিডিও বার্তায় কী বললেন কুণাল ঘোষ

Published on

মঙ্গলবার সারা সকাল জুড়ে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। লড়াই চলছিল কার্নিভাল ভার্সেস কার্নিভাল। উৎসবের কার্নিভাল এর বিরুদ্ধে যেন দাঁড়িয়েছে দ্রোহের কার্নিভাল। পুলিশ দ্রোহের কার্নিভাল বন্ধ করার জন্য একাধিক চেষ্টা করেছিল। (Kunal Ghosh) কিন্তু হাইকোর্টের নির্দেশে পালিত হয় দ্রোহের কার্নিভাল। অন্যদিকে, তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) কার্নিভালের পর বিজয়া সম্মেলনীর ডাক দেন। (Kunal Ghosh)

 

প্রতি বছরের মতো এ বছরও দুর্গাপুজোর কার্নিভাল আয়োজন করেছে রাজ্য সরকার। রেড রোডে প্রায় ৯০টি পুজো কমিটি সেই কার্নিভালে অংশ নিয়েছে। আর এবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়া সম্মিলনীর ডাক দেওয়া হয়েছে। মঙ্গলবার একটি ভিডিও বার্তায় কুণাল ঘোষ বলেন,  “এই মরশুমের পরপরই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজয়া সম্মলনীতে নেমে পড়বেন। নিবিড় জনসংযোগ করবেন। পাশাপাশি রাজ্য সরকারের ভাল কাজগুলি আর একবার জনগণকে মনে করিয়ে দেওয়া। কারও কোনও প্রস্তাব থাকলে তা গ্রহণ করে নেওয়া। বিরোধীরা যে কুৎসার চক্রান্ত করছে সেগুলিকে ব্যর্থ করতে জনসাধারণকে বাম জমনার অবস্থা ও বিজেপি যে রাজ্যে রয়েছে সেখানকার অবস্থা বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে তুলে ধরবেন।”

 

মঙ্গলবার একদিকে যখন পুজো কার্নিভাল হচ্ছিল। অন্যদিকে, তখন দ্রোহের কার্নিভাল হচ্ছিল। অসংখ্য সাধারণ মানুষ দ্রোহের কার্নিভালে যোগ দেন। এই দ্রোহের কার্নিভালে সাধারণ মানুষের পাশাপাশি হাজির হয়েছিলেন শিল্পী মহলের একাংশ। হাজির হয়েছিলেন অপর্না সেন, দেবলীনা দত্ত, ঊষশী চক্রবর্তী প্রমুখরা।

দিয়েছেন। দ্রোহের কার্নিভাল নিয়ে চিকিৎসকরা বলেন, এখন আনন্দ করার সময় নয়। সেই কারণে পুজো কার্নিভালকে আমরা বাতিল করছি। আমরা দ্রোহের কার্নিভাল ডেকেছি। এই কার্নিভাল বিদ্রোহের কার্নিভাল। রাগের কার্নিভাল। এই কার্নিভাল সাধারণ মানুষের। এই কার্নিভালে সাধারণ মানুষ, চিকিৎসকদের। এক চিকিৎসক জানান, তাঁদের পুজো মণ্ডপে সনাতন দিন্দা এসেছিলেন। শিল্পী সনাতন দিন্দা সেখানে এসে বর্তমান পরিস্থিতির ওপর একটি ছবি এঁকেছিলেন। সেই ছবিকে নিলামে কেনেন চিকিৎসক। তিনি জুনিয়র চিকিৎসকদের সেই ছবি উপহার দেন। তিনি বলেন, আমি চাই এই ছবি জুনিয়র চিকিৎসকদের সঙ্গে থাকুক। পাশাপাশি তিনি বলেন, সনাতন দিন্দা অভিযোগ করেছিলেন, তিনি হুমকির শিকার হচ্ছেন।

অন্যদিকে, সুপ্রিম কোর্টে ইতিমধ্যে আরজি কর কাণ্ডের শুনানি হয়। পরবর্তী শুনানি তিন সপ্তাহ পর ধার্য করা হয়েছে। এদিন সুপ্রিম কোর্টে সিভিক ভলেন্টিয়ার নিয়ে একাধিক প্রশ্ন তোলা হয়।

 

Latest News

Elon Musk: ৩ বছরের পুরনো রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ইলন মাস্ক

ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর বিশ্বজুড়ে শোনা যাচ্ছে ইলন মাস্কের (Elon Musk) ডঙ্কা। ৫ নভেম্বর...

Maharashtra Election: স্বরা ভাস্করের স্বামী ফাহাদ পরাজিত, ইভিএমকে দোষারোপ করলেন অভিনেত্রী

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের (Maharashtra Election) ভোট গণনা প্রায় শেষের পর্যায়ে। বেশ কয়েক দফা ভোট...

Maharashtra Election: মহারাষ্ট্রের ভোটে স্বপ্নভঙ্গ আসাদউদ্দিন ওয়েইসির, ১% ভোটও পায়নি এআইএমআইএম

২০২৪ সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের (Maharashtra Election) ফলাফল আসাদউদ্দিন ওয়েইসির  (Asaduddin Owaisi) স্বপ্নে জল...

Navjot Singh Sidhu: নভজ্যোত সিং সিধুর স্ত্রীর ক্যান্সারের চিকিৎসার দাবি কতটা সত্য? সত্যি সামনে আনল টাটা মেমোরিয়াল হাসপাতাল

প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধুর (Navjot Singh Sidhu) একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে,...

More like this

Dilip Ghosh: অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর থেকে বড় নেতা! দিলীপ ঘোষের মন্তব্য নতুন করে অস্বস্তিতে বিজেপি

শনিবার পশ্চিমবঙ্গের ছটি বিধানসভা কেন্দ্রের সব কটিতেই তৃণমূলের দখলে (Dilip Ghosh)। এমনকী বিজেপির মাদারিহাট...

Police: শুদ্ধিকরণের পথে আরও এক ধাপ এগোল পুলিশ! কম্পালসরি ওয়েটিংয়ে পাঠানো হল আইসি পার্থ ঘোষকে

মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর বার্তার পর একের পর এক পুলিশ (Police) আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া...

Kanti Ganguly: বাইপাসের ধারে বেশিরভাগ জলাজমি নিয়ে দু্র্নীতি বাম আমলের! কুণাল ঘোষের মন্তব্যে সরব কান্তি গঙ্গোপাধ্যায়

কসবার কাউন্সিলরকে খুনের চেষ্টার পর উঠে আসছে বিঘার পর বিঘা জলাজমি দখলের লড়াইয়ের তত্ত্ব। ...