বাংলাদেশের (Bangladesh Crisis) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এবার মুখ খুললেন বহিষ্কৃত লেখিকা ও সাম্প্রদায়িকতাবাদের কট্টর সমালোচক তসলিমা নাসরিন। তিনি শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালানোর সিদ্ধান্তকে বিদ্রূপাত্মক বলে বর্ণনা করেন। তসলিমা নাসরিন বলেন, ইসলামপন্থীদের সন্তুষ্ট করতে শেখ হাসিনা তাঁকে বাংলাদেশ থেকে বের করে দিয়েছিলেন এবং সেই একই ইসলামপন্থীরা এখন শেখ হাসিনাকে দেশ (Bangladesh Crisis) ছাড়তে বাধ্য করেছে।
Hasina in order to please Islamists threw me out of my country in 1999 after I entered Bangladesh to see my mother in her deathbed and never allowed me to enter the country again. The same Islamists have been in the student movement who forced Hasina to leave the country today.
— taslima nasreen (@taslimanasreen) August 5, 2024
এর আগে এক পোস্টে তসলিমা নাসরিন শেখ হাসিনাকে “ইসলামপন্থীদের প্রচার” এবং দুর্নীতিতে জড়িতদের আশ্রয়দান করার জন্য অভিযুক্ত করেন। তসলিমা তাঁর দেশে সামরিক শাসনের (Bangladesh Crisis) বিরোধিতা করেন এবং গণতন্ত্রের পক্ষে সওয়াল করেন। তিনি বলেন, ‘আজ শেখ হাসিনাকে পদত্যাগ করে দেশ ছাড়তে হয়েছে। নিজের পরিস্থিতির জন্য তিনি নিজেই দায়ী। উনি ইসলামপন্থীদের বেড়ে উঠতে দিয়েছেন। উনি নিজের লোকেদের দুর্নীতিতে লিপ্ত হতে দিয়েছেন। এখন বাংলাদেশের (Bangladesh Crisis) পাকিস্তানের মতো হওয়া উচিত নয়। সেনাবাহিনীর সেই ভূমিকা পালন করা উচিত নয়। রাজনৈতিক দলগুলিকে গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনতে হবে।
বস্তুত ‘লজ্জা’ বইটি প্রকাশিত হওয়ার পর উগ্রপন্থী সংগঠনগুলি তাঁকে হত্যার হুমকি দিলে ১৯৯৪ সালে দেশ ছাড়তে বাধ্য হন লেখিকা। ১৯৯৩ সালে প্রকাশ হওয়ার পর বইটি বাংলাদেশে নিষিদ্ধ হলেও অন্যত্র বেস্টসেলার হয়। যদিও সেই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন হাসিনার কট্টর বিরোধী খালেদা জিয়া।