নিশানায় হেভিওয়েট তৃণমূল নেতা ! বীরভূমে ধরা পড়ল চার বাংলাদেশি সুপারি কিলার

নিজস্ব প্রতিনিধি, বীরভূমঃ   বীরভূম জেলার শান্তিনিকেতন থেকে ধরা পড়ল ছয় দুষ্কৃতী যাদের মধ্যে চার জনই বাংলাদেশি৷ পুলিশ সুত্রে জানা গিয়েছে, ওই চার বাংলাদেশি সুপারি কিলার৷ রাজ্যের এক তৃণমূল নেতাকে খুনের সুপারি পেয়েছিল তারা৷

তবে, কে যে সেই তৃণমূল নেতা তা কিন্তু জানায়নি পুলিশ৷ যদিও গোটা জেলার দিকে তাকালে জেলার দাপুটে তৃণমূল নেতা একজনই৷ তিনি অনুব্রত মন্ডল৷ তবে তাঁর প্রাণ সংশয় নিয়ে কোনও খবর সম্প্রতি পাওয়া যায়নি৷ কিন্তু পুলিশ সেই তৃণমূল নেতার নাম না নেওয়ায় অনেক নেতার নাম নিয়ে আলোচনা শুরু হয়েছে গোটা বীরভূম জেলা জুড়ে।

জানা গিয়েছে, রবিবার রাতে শান্তিনিকেতন থানা এলাকার তালতোড় গ্রামের একটি বাড়ি থেকে ওই ৬ জনকে গ্রেফতার করে পুলিশ৷ তাদের মধ্যে ৪ জন বাংলাদেশি ছাড়াও দু’জন স্থানীয় যুবক৷ ধৃতেরা হল, রফিক ফকির ওরফে বাবু সরকার, মহম্মদ মুরাদ মুন্সি, মহম্মদ বেলা মিয়াঁ ওরফে দেলওয়ার বা দিলু এবং মহম্মদ বিল্লাল হোসেন। শেষ জনের বয়স ১৯, বাকিরা ত্রিশের আশেপাশে। ওই চার জনকে জেরা করে পুলিশ স্থানীয় দুই যুবক সৈয়দ আনোয়ার আলি এবং শেখ কাজলকে গ্রেফতার করেছে।

এদের যোগসাজশে ওই দুষ্কৃতীরা জেলায় এসে গা ঢাকা দিয়ে ছিল বলে দাবি পুলিশের। আনোয়ারের বাড়ি শান্তিনিকেতন থানার খোশমহম্মদপুরে। কাজল ওই থানারই মুলুকের বাসিন্দা। ওই বাড়ি থেকে মিলেছে আগ্নেয়াস্ত্র, নাইন এমএম পিস্তল, বোমা তৈরির মশলা ইত্যাদি৷ ধৃতদের আজ পুলিশি হেফাজত চেয়ে বোলপুর মহকুমা আদালতে তোলা হয়।

Google news