Breaking News: নিউটাউন গৌরাঙ্গনগর বাজারে ভয়াবহ আগুন, আগুন নেভানের কাজে দমকলের ৪ টি ইঞ্জিন

 

 

নিজস্ব প্রতিনিধি, নিউ টাউন:  নিউটাউন গৌরাঙ্গনগর বাজারে ভয়াবহ আগুন। ভস্মিভূত ১৮ টির বেশি দোকান। হতাহতের কোন খবর নেই। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে এমনটাই অনুমান দমকল অধিকারিকদের। ঘটনাস্থলে নিউটাউন থানার পুলিশ।

স্থানীয়দের দাবি, ভোর চারটে নাগাদ প্রথমে একটি দোকানে আগুন দেখা যায় পরবর্তী সময়ে সেই আগুন ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি দোকানে। দমকলে খবর দেওয়া হলে ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন তবে ততক্ষণ বাগজোলা খাল পাড়ে পরপর ১৮ টির বেশি দোকান আগুনে ভস্মিভূত হয়ে যায়। দমকলের চারটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের কোন খবর নেই। তবে ক্ষয়ক্ষতি হয়েছে অনেকটাই এমনই দাবি স্থানীয়দের। দমকল অধিকারিকদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

Google news