হাসপাতালে ভর্তি সৌদি আরবের রাজা সলমন

খবর এইসময়, নিউজ ডেস্কঃ গল ব্ল্যাডারে তীব্র জ্বালা অনুভব করায় হাসপাতালে ভর্তি করা হল সৌদি আরবের ৮৪ বছরের রাজা সলমন বিন আব্দুলাজিজকে৷ সোমবার এই খবরটি প্রকাশ করেছে এসপিএ নামে একটি সংবাদ সংস্থা।

২০১৫ সালে বিশ্বের বৃহত্তম তেল রফতানিকারক দেশ সৌদি আরবের শাসন ক্ষমতা হাতে পান সলমন বিন আব্দুলাজিজ৷ সৌদি আরব বরাবরই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলে৷ শাসক সলমনও সেই ধারা বজায় রাখেন৷ আড়াই বছরের বেশি সময় সৌদির রাজপুত্র হিসেবেই অতিবাহিত করেছিলেন তিনি৷ রাজা হওয়ার আগে ২০১২ সালের জুন থেকে ডেপুটি প্রিয়িমার হন৷ তিনি ৫০ বছরের বেশি সময় ধরে রিয়াধ অঞ্চলের গর্ভনরের দায়িত্ব পালন করেছিলেন৷

সলমন বিন আব্দুলাজিজের পরেই সৌদির মুকুটের দাবিদার হলেন যুবরাজ মহম্মদ বিন সলমন৷ ৩৪ বছরের যুবরাজ সৌদির তরুণদের মধ্যে ভীষণ জনপ্রিয়৷ সৌদি আরবে বহু সাহসী সংস্কার করে দেখিয়েছেন তিনি৷ নারীদের সামাজিক বিধিনিষেধ সহস করে তাদের হাতে তুলে দিয়েছেন আরও বেশি অধিকার৷

Google news