22 C
New York
Wednesday, January 15, 2025
Homeখেলার খবরCavani Retierment: কোপা আমেরিকার আগেই অবসর ঘোষণা করলেন কাভানি

Cavani Retierment: কোপা আমেরিকার আগেই অবসর ঘোষণা করলেন কাভানি

Published on

- Ad-
- Ad -
- Ad -
- Ad -

২০১১ সালে শেষবারের মতো কোপা আমেরিকা জিতেছিল উরুগুয়ে। চ্যাম্পিয়ন সেই দলের সদস্য ছিলেন এডিনসন কাভানি (Cavani Retierment)। আরেকটি কোপা আমেরিকা যখন দোরগোড়ায়, তখন জাতীয় দলকেই বিদায় জানিয়ে দিলেন ৩৭ বছর বয়সী এই সেন্টার ফরোয়ার্ড। কাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করলেন কাভানি।

এক বিবৃতি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘উরুগুয়ে দলের সঙ্গে সফরটা আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার।’ বিবৃতিতে আরও বলেছেন, ‘আজ আমি উরুগুয়ে দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। তবে সব সময় প্রিয় দলকে অনুসরণ করব, তখনও আমার হৃদয় কাঁপবে। এই সুন্দর জার্সিটি পরে মাঠে নামার সময় যেমন হতো।’

জাতীয় দল থেকে অবসর নিয়ে ক্লাব ফুটবলেই যে পুরোপুরি মনোনিবেশ করবেন, সেটারও ইঙ্গিত দিয়েছেন কাভানি, ‘নিঃসন্দেহে (উরুগুয়ে দলের সঙ্গে কাটানো) সেই বছরগুলো অনেক মূল্যবান ছিল। আমার বলার ও মনে রাখার মতো হাজার হাজার জিনিস থাকবে। তবে আজ (কাল) ক্যারিয়ারের নতুন পর্যায়ে নিজেকে সঁপে দিতে চাই এবং যেখানে আমাকে থাকতে হবে, সেখানেই সব উজাড় করে দিতে চাই।’

ইউরোপের পাট চুকিয়ে গত জুলাইয়ে আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব বোকা জুনিয়র্সে নাম লেখান কাভানি। প্রয়াত কিংবদন্তি ডিয়েগো মারাডোনাও বোকা জুনিয়র্সে তিন মরশুম খেলেছেন। ক্লাবটির সঙ্গে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত চুক্তি আছে কাভানির।

জাতীয় দল থেকে অবসর নিয়ে ক্লাব ফুটবলেই যে পুরোপুরি মনোনিবেশ করবেন, সেটারও ইঙ্গিত দিয়েছেন কাভানি, ‘নিঃসন্দেহে (উরুগুয়ে দলের সঙ্গে কাটানো) সেই বছরগুলো অনেক মূল্যবান ছিল। আমার বলার ও মনে রাখার মতো হাজার হাজার জিনিস থাকবে। তবে আজ (কাল) ক্যারিয়ারের নতুন পর্যায়ে নিজেকে সঁপে দিতে চাই এবং যেখানে আমাকে থাকতে হবে, সেখানেই সব উজাড় করে দিতে চাই।’

মাঠে কাভানির মেজাজ থাকে ‘খ্যাপাটে ষাঁড়ের মতো’। তবে ‘এল ম্যাটাডোর’ (দ্য বুলফাইটার) ডাকনাম জুটে যায় নিয়মিত গোল করতে পারার সামর্থ্যের কারণে। অবসর ঘোষণার পোস্টে ফিফা সেই নামেই তাঁকে সম্বোধন করে ধন্যবাদ জানিয়েছে।

২০০৮ সালে উরুগুয়ের হয়ে অভিষেক হয় কাভানির। জাতীয় দলের হয়ে খেলেছেন দ্বিতীয় সর্বোচ্চ ১৩৬ ম্যাচ (সর্বোচ্চ ১৬১ ম্যাচ দিয়েগো গডিনের)। ৫৮ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকাতেও কাভানির অবস্থান দুইয়ে। তাঁর ওপরে আছেন শুধু লুইস সুয়ারেজ (৬৮ গোল)। কাভানি সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ১৭টি।

নাপোলি, পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড ও ভ্যালেন্সিয়ার সাবেক এই ফরোয়ার্ড উরুগুয়ের হয়ে খেলেছেন ৪টি বিশ্বকাপ, ১টি ফিফা কনফেডারেশনস কাপ ও ৫টি কোপা আমেরিকা। শেষবার, ২০২২ কাতার বিশ্বকাপে উরুগুয়ের জার্সিতে দেখা গেছে কাভানিকে। তবে গত বছরের মে মাসে মার্সেলো বিয়েলসা উরুগুয়ের কোচ হয়ে আসার পর থেকে এখন পর্যন্ত একবারও তাঁকে দলে ডাকেননি। বিয়েলসা এখনো কোপা আমেরিকার দল ঘোষণা না করলে কাভানি হয়তো ঠিকই আন্দাজ করতে পেরেছিলেন, কোচের পরিকল্পনায় তিনি নেই। তাই হয়ত, নিজের অবসরের ঘোষণা করেই ফেললেন জাতীয় দল ঘোষণার আগেই।

- Ad -

Latest articles

Bangladesh: বাংলাদেশের সঙ্গে বণিকসভা বাতিল মালদার ব্যবসায়ীদের! বন্ধ হয়ে যেতে পারে রফতানি

সীমান্তে বাংলাদেশি (Bangladesh) বাহিনীর লাগাতার প্ররোচনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বণিকসভার (Bangladesh) সঙ্গে আসন্ন বৈঠক বাতিল...

Bangladeshi: ফের নদিয়া সীমান্তে গ্রেফতার বাংলাদেশ অনুপ্রবেশকারী! সন্ধান পাওয়া গেল এক দালালের

নদিয়ার হাঁসখালি এলাকা থেকে গ্রেপ্তার করা হলো এক বাংলাদেশি (Bangladeshi) অনুপ্রবেশকারীকে। ধৃতের (Bangladeshi)  নাম...

Bardhaman Murder: স্ত্রীর মৃতদেহকে ঘরের মেঝেতে পুঁতে সেখানেই দুই মেয়েকে নিয়ে ঘুমালেন স্বামী! হাড়হিম করা খুনের ঘটনা বর্ধমানে

পূর্ব বর্ধমানের (Bardhaman Murder) আউশগ্রামে ঘটল হাড়হিম করা এক ঘটনা। দুই শিশুকন্যার সামনেই স্ত্রীকে...

Fake Passport: ভুয়ো পাসপোর্ট কাণ্ডে এবার সক্রিয় হচ্ছে ED! রিপোর্ট চাইল কলকাতা পুলিশের কাছে

ভুয়ো পাসপোর্ট (Fake Passport) চক্রের তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার কলকাতা...

More like this

Bangladesh: বাংলাদেশের সঙ্গে বণিকসভা বাতিল মালদার ব্যবসায়ীদের! বন্ধ হয়ে যেতে পারে রফতানি

সীমান্তে বাংলাদেশি (Bangladesh) বাহিনীর লাগাতার প্ররোচনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বণিকসভার (Bangladesh) সঙ্গে আসন্ন বৈঠক বাতিল...

Bangladeshi: ফের নদিয়া সীমান্তে গ্রেফতার বাংলাদেশ অনুপ্রবেশকারী! সন্ধান পাওয়া গেল এক দালালের

নদিয়ার হাঁসখালি এলাকা থেকে গ্রেপ্তার করা হলো এক বাংলাদেশি (Bangladeshi) অনুপ্রবেশকারীকে। ধৃতের (Bangladeshi)  নাম...

Bardhaman Murder: স্ত্রীর মৃতদেহকে ঘরের মেঝেতে পুঁতে সেখানেই দুই মেয়েকে নিয়ে ঘুমালেন স্বামী! হাড়হিম করা খুনের ঘটনা বর্ধমানে

পূর্ব বর্ধমানের (Bardhaman Murder) আউশগ্রামে ঘটল হাড়হিম করা এক ঘটনা। দুই শিশুকন্যার সামনেই স্ত্রীকে...