কোপা আমেরিকা(Copa america final) গেল সেই আর্জেন্টিনাতেই। ফাইনালে নীল-সাদা জার্সিধারীরা হারাল কলম্বিয়াকে। এক্সট্রা টাইমে লাওতেরো মার্টিনেজের অনবদ্য গোলে কোপা চ্যাম্পিয়ন হল নীল-সাদা জার্সিধারীরা। মার্টিনেজ যখন গোল করলেন, তখন খেলার বয়স ১১২ মিনিট। তার পরে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করেছিল কলম্বিয়া। কিন্তু দিনটা যে আর্জেন্টিনার।
লিও মেসি চোট পেয়ে উঠে গিয়েছিলেন ৬৫ মিনিটে। রেফারির শেষ বাঁশির পরে বাঁধনহারা উচ্ছ্বাসে ভাসতে দেখা গেল তাঁকেও। মেসি উঠে যাওয়ায় চাপে পড়ে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু দি মারিয়া, ডি পল, মার্টিনেজরা অধিনায়কের জন্য জীবনপণ করলেন মাঠে (Copa America Final)। নির্ধারিত নব্বই মিনিটে কোনও দলই গোল করতে পারেনি। অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার হয়ে গোলটি করেন মার্টিনেজ।
হার্ড রক স্টেডিয়ামের গ্যালারির বেশিরভাগ জায়গায় উড়ছিল হলুদ পতাকা। এবং দেখা যাচ্ছিল হলুদ জার্সির ঢল। কিন্তু সেখানে নীল-সাদা জার্সি ধারীদের জন্য গলা ফাটাচ্ছিলেন আর্জেন্টিনার সমর্থকরাও। একদিকে ছিল কোপা আমেরিকার ১৫ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অপরদিকে ২০০১ সালের চ্যাম্পিয়ন কলম্বিয়া। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বেশ টক্কর দেয় কলম্বিয়া। কিন্তু কোপা জয় হল না কলম্বিয়ার। শেষ অবধি ১-০ ব্যবধানে এ বারের কোপা আমেরিকা জিতল আর্জেন্টিনা।
কোপার সেরা লিওনেল মেসির আর্জেন্টিনা। এতদিন উরুগুয়ে ও আর্জেন্টিনার ঝুলিতে ছিল ১৫টি করে কোপার খেতাব। এ বার আর্জেন্টিনা কলম্বিয়াকে হারিয়ে টুর্নামেন্টের ১৬ বারের চ্যাম্পিয়ন হল। লাওতারো মার্টিনেজ এ বারের কোপা আমেরিকার ( Copa America Final) টপ স্কোরার। মোট ৫টি গোল করেছেন তিনি। ফাইনালে অতিরিক্ত সময়ে গোল করার পর তিনি ছুটে যান ডাগআউটে থাকা লিওনেল মেসির কাছে। তাঁকে জড়িয়ে ধরেন। মেসির চোখ মুখ বলে দিচ্ছিল, মার্টিনেজ ঠিক তাঁর জন্য কী করেছেন। লাওতারো মার্টিনেজের এই গোল চিরকাল থেকে যাবে আর্জেন্টিনার অনুরাগীদের মনে।
ম্যাচের ৯৭ মিনিটে জুলিয়ান আলভারেজের পরিবর্ত হিসেবে মাঠে নামেন লাওতারো মার্টিনেজ। সুপার সাব হিসেবে নেমে গোল করে ইতিহাস গড়লেন লাওতারো মার্টিনেজ। এই জয়ের ফলে স্পেনকেও স্পর্শ করল আর্জেন্টিনা। ২০০৮ সালে স্পের ইউরো জিতেছিল। এরপর ২০১০ সালে বিশ্বকাপ এবং ২০১২ সালে ফের ইউরো কাপ জেতে স্পেন। আর্জেন্টিনা ২০২১ সালে কোপা জিতেছিল। এরপর ২০২২ সালে বিশ্বকাপ জেতেন মেসিরা। এ বার ২০২৪ সালে ফের কোপা আমেরিকা(Copa America Final) জিতল আর্জেন্টিনা।