DYFI -এর মুখপত্রের নাম ব্যবহার ! বিপাকে তৃণমূল

খবর এইসময়ঃ লক্ষ্য আগামী ২০২১ সালের বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে বিশেষ কর্মসূচী নিয়েছে তৃণমূল। রাজ্যের প্রতিটি জেলার টাউন ও ব্লক লেভেলে যুব সমাজকে সংগঠনের মূলস্রোতে সামিল করতে ১১ই জুন ‘যুব শক্তি’ নামের বিশেষ কর্মসূচী নিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।আর সেই কর্মসূচীর নাম নিয়েই ঘটেছে বিপত্তি।

সিপিএম-এর যুব সংগঠন ডিওয়াইএফআই-র মুখপত্রের নাম ‘যুবশক্তি’ পত্রিকা। যার যাত্রা শুরু হয়েছিল ১৯৬৮ সাল থেকে। ৫৩ বছরের সেই পত্রিকার নামে রাজ্যের শাসকদলের নয়া কর্মসূচী নিয়ে আপত্তি তুলেছে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই। এই বিষয়ে তৃণমূলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ডিওয়াইএফআই রাজ্য নেতৃত্ব।

ডিওয়াইএফআই-র পক্ষ থেকে বলা হয়েছে, “দীর্ঘদিন ধরে ‘যুবশক্তি’ পত্রিকা রাজ্যের সাধারণ মানুষকে চিন্তাভাবনার রসদ জুগিয়েছে। ৫৩ বছর ধরে অনেক প্রতিকূলতা সামনে এসেছে। কিন্তু কখনই কোনও কিছুর সঙ্গে আপোষ করা হয়নি। নির্বাচনের লক্ষ্যে তৃণমূল এই নাম ব্যবহার করছে এবং বেআইনিভাবে একটি অনলাইন পোর্টাল খুলেছে এই নামে।”

বামপন্থী যুব সংগঠনের পক্ষ থেকে সভাপতি মীনাক্ষী মুখোপাধ্যায় এবং সম্পাদক সায়নদীপ মিত্রের পক্ষ থেকে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “যে দলের ঐতিহ্য সারদা-নারদা, বামপন্থীদের উপরে নির্যাতন করে যারা ক্ষমতা দখল করেছে। এই প্রকারের দল আমাদের পত্রিকার নাম ব্যবহার করলে প্রতিবাদ করতেই হবে। সেই কারণে ডিওয়াইএফআই-এর পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

আগামী বছরের নির্বাচনের আগেই যুবশক্তিকে হাতিয়ার বানাতে প্রস্তুতি নিচ্ছেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। যুবরাই বাংলার হাল ফেরাতে তৎপর হবেন বলে ইঙ্গিত অভিষেকের। মূলত প্রশাসনিক হাতিয়ার হিসেবে কাজ করবে বাংলার যুবশক্তি। সাধারণ মানুষ আর প্রশাসনের মধ্যে সেতু বন্ধন করাই হবে একমাত্র লক্ষ্য।

যুব সমাজই সাধারণ মানুষের নানান সমস্যার খতিয়ান পৌঁছে দেবে প্রশাসনের কাছে।তবে যুবদের বয়স হতে হবে ১৮ থেকে ৩৫-এর মধ্যে। এই সমস্ত বিষয়ের পূর্ণ নজরদারই করবে তৃণমূল যুব কংগ্রেস দল। তবে এই যুবদের গায়ে রাজনৈতিক রঙ থাকবে না। নিজস্ব এলাকায় তাঁদের ভাবমূর্তি ভালো হতে হবে। এই কর্মসূচীর সঙ্গে যুক্ত হতে বাংলার যুবশক্তি ডট ইন-এ নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করাতে হবে।

 

Google news