22 C
New York
Wednesday, January 15, 2025
Homeরাজ্যের খবরElection Commission: কবে ভোট বিধানসভার দশ আসনে? কী বলছে কমিশন

Election Commission: কবে ভোট বিধানসভার দশ আসনে? কী বলছে কমিশন

Published on

- Ad-
- Ad -
- Ad -
- Ad -

লোকসভা নির্বাচন মিটতেই যে কোনও মুহূর্তে বাজতে পারে ১০টি আসনে উপনির্বাচনের দামামা ৷ যদিও উপনির্বাচনের দিনক্ষণ এখনও কমিশন (Election Commission) ঘোষণা করেনি ৷ কিন্তু লোকসভা ভোটের কারণেই রাজ্যে ৯টি আসনে উপনির্বাচন হওয়া নিশ্চিত । সেইসঙ্গে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলায়, রাজ্যের মন্ত্রীর মৃত্যু হওয়া সত্ত্বেও যে আসনে উপনির্বাচন হয়নি সেটিতেও উপনির্বাচন হতে পারে বলে মনে করা হচ্ছে । ফলে লোকসভা নির্বাচনের পরেই যে কোনও সময় এই ১০টি আসনের উপনির্বাচন ঘোষণা করে দিতে পারে নির্বাচন কমিশন (Election Commission)।

লোকসভা নির্বাচনের কারণে যে বিধানসভা আসনগুলিতে উপনির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়েছে সেগুলি হল-নৈহাটি, মেদিনীপুর, বাগদা, রানাঘাট দক্ষিণ, হাড়োয়া, তালডাংরা, রায়গঞ্জ, সিতাই ও মাদারিহাট । অন্যদিকে, প্রয়াত প্রাক্তন মন্ত্রী সাধন পান্ডের মৃত্যুর পর থেকেই মানিকতলা আসনে উপনির্বাচন ঝুলে রয়েছে । ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর এই আসনে হেরে গিয়ে আদালতে মামলা করেছিলেন বিজেপি নেতা কল্যাণ চৌবে । সম্প্রতি সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে পড়ে শেষ পর্যন্ত মামলা তুলে নেন তিনি । ফলে খুব শীঘ্রই এই আসনেও উপনির্বাচন ঘোষণা হতে পারে ।

কোন আসনে কেন নির্বাচন এবং সেখানে এই মুহূর্তে রাজনৈতিক সমীকরণই বা কী একটু দেখে নেওয়া যাক । সদ্য নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্রে জয়ী হয়েছেন । ফলে এই গুরুত্বপূর্ণ আসনটি খালি হয়েছে । সদ্য সমাপ্ত লোকসভার ফলাফল দেখলে এই বিধানসভায় প্রায় ১৫ হাজার ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস । এবার লোকসভা নির্বাচনে পার্থ ভৌমিক পেয়েছেন ৭লক্ষ ৫হাজার ৩৯০টি ভোট এবং বিজেপি প্রার্থী অর্জুন সিং পেয়েছেন ৫ লক্ষ ৯ হাজার ৮৭২টি ভোট । এক্ষেত্রে জয়ের ব্যবধান ১ লক্ষ ৫হাজার ৫১৮ । কাজেই যদি দ্রুত উপনির্বাচন হয় এখানে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস ।

উত্তর ২৪ পরগনার আরেকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র বাঁগদা । বিজেপির বিধায়ক পদে ইস্তফা দিয়ে বনগাঁ লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিশ্বজিৎ দাস । এবার এই আসনটি আরও একবার ফাঁকা হয়েছে । উপনির্বাচন হবে সেখানেও ৷ সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে এই আসনে এগিয়ে রয়েছে বিজেপি । ফলে উপনির্বাচন হলে এই আসনে ফলাফল কোন দিকে যায় সেই দিকে নজর রাজ্য রাজনৈতিক মহলের । একইভাবে পাশের জেলা নদীয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন মুকুটমণি অধিকারী । রানাঘাট দক্ষিণের বিধায়ক ছিলেন ৷ সেখানেও এবার উপনির্বাচন হওয়ার কথা। লোকসভা নির্বাচনে হেরে যাওয়ার পর উপনির্বাচনে এই আসনে তৃণমূল কংগ্রেস জিততে পারে কিনা সেটাই এখন দেখার । কারণ ‘২১-এর ভোটে এই আসনে জয় পেয়েছিল বিজেপি ।

এবারের লোকসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভা আসনে বিধায়ক জুন মালিয়াকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস ৷ নির্বাচনে ৭ লক্ষ ২ হাজার ১৯২টি আসনে জিতে সাংসদ হয়েছেন তিনি ৷ ফলে খালি হয়ে রয়েছে তাঁর বিধায়কের আসনটি ৷ সেখানেও উপনির্বাচন হওয়ার কথা রয়েছে ৷ অন্যদিকে উত্তর ২৪ পরগনার হাড়োয়া আসনে যিনি বিধায়ক ছিলেন সেই হাজী নুরুল ইসলাম এই মুহূর্তে বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ । এই আসলেও খুব শীঘ্রই উপনির্বাচন হবে। লোকসভা নির্বাচনেও এই আসনে বড় মার্জিনে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস । কাজেই এই আসনে তৃণমূলের জয় তুলতে অসুবিধা হওয়ার কথা নয় । একইভাবে বাঁকুড়ার একটি বিধানসভা আসন তালডাংরায় শীঘ্রই উপনির্বাচন হতে পারে । এই আসনে বিধায়ক ছিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী । তিনি সাংসদ হয়ে দিল্লি যাওয়ায় এই বিধানসভা ফাঁকা হয়েছে ।

এদিকে, কোচবিহারের সিতাই বিধানসভাতেও উপনির্বাচন হওয়ার কথা । এই কেন্দ্রের বিধায়ক জগদীশ বাসুনীয়া লোকসভা নির্বাচনে জিতে কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ হয়েছেন । উপনির্বাচন হলে এই আসনে তৃণমূল কংগ্রেস জিততে পারে কিনা সেটাও এখন দেখার । অন্যদিকে, আলিপুরদুয়ারের মাতারিহাট বিধানসভা আসনটিও এই মুহূর্তে ফাঁকা হয়েছে ৷ এই কেন্দ্রের বিধায়ক মনোজ টিগ্গা লোকসভার সাংসদ হওয়ায় এই আসনে উপনির্বাচন হবে। এই বিধানসভায় অবশ্য লোকসভার ফল অনুযায়ী এগিয়ে রয়েছে বিজেপি । উপনির্বাচন হওয়ার কথা রায়গঞ্জ আসনেও । বিধানসভার বিধায়ক পদ ছাড়লেও সাংসদ হতে পারেননি কৃষ্ণ কল্যানী । উপনির্বাচন হলে তৃণমূল আবার তাকেই আসনে প্রার্থী করে কিনা, সেদিকেই নজর সকলের । আবার দল তাঁকে প্রার্থী করলে তিনি বিজেপির বিরুদ্ধে জয় তুলে আনতে পারেন কিনা সেটাও বড় প্রশ্ন ।

- Ad -

Latest articles

Baghajatin: শাসকদলের কাউন্সিলরের মদতেই তৈরি হয়েছিল বাঘাযতীনে ‘বেআইনি বাড়ি’! গর্জে উঠলেন বাসিন্দারা

কলকাতার উত্তর শহরতলির বাঘাযতীনের (Baghajatin) বিদ্যাসাগর কলোনিতে নির্মিত বেআইনি বহুতল "শুভ অ্যাপার্টমেন্ট" নিয়ে চাঞ্চল্য...

Bangladesh Border: সীমান্ত থেকে ভারতীয়দের অপহরণ করে নিয়ে যাচ্ছে বাংলাদেশ! সামনে এল চাঞ্চল্যকর তথ্য

ভারত-বাংলাদেশ সীমান্তে (Bangladesh border) চাপড়ার হৃদয়পুর গ্রামে ঘটে গেল উদ্বেগজনক এক ঘটনা। জমিতে চাষ...

Bangladesh: বাংলাদেশের সঙ্গে বণিকসভা বাতিল মালদার ব্যবসায়ীদের! বন্ধ হয়ে যেতে পারে রফতানি

সীমান্তে বাংলাদেশি (Bangladesh) বাহিনীর লাগাতার প্ররোচনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বণিকসভার (Bangladesh) সঙ্গে আসন্ন বৈঠক বাতিল...

Bangladeshi: ফের নদিয়া সীমান্তে গ্রেফতার বাংলাদেশ অনুপ্রবেশকারী! সন্ধান পাওয়া গেল এক দালালের

নদিয়ার হাঁসখালি এলাকা থেকে গ্রেপ্তার করা হলো এক বাংলাদেশি (Bangladeshi) অনুপ্রবেশকারীকে। ধৃতের (Bangladeshi)  নাম...

More like this

Baghajatin: শাসকদলের কাউন্সিলরের মদতেই তৈরি হয়েছিল বাঘাযতীনে ‘বেআইনি বাড়ি’! গর্জে উঠলেন বাসিন্দারা

কলকাতার উত্তর শহরতলির বাঘাযতীনের (Baghajatin) বিদ্যাসাগর কলোনিতে নির্মিত বেআইনি বহুতল "শুভ অ্যাপার্টমেন্ট" নিয়ে চাঞ্চল্য...

Bangladesh Border: সীমান্ত থেকে ভারতীয়দের অপহরণ করে নিয়ে যাচ্ছে বাংলাদেশ! সামনে এল চাঞ্চল্যকর তথ্য

ভারত-বাংলাদেশ সীমান্তে (Bangladesh border) চাপড়ার হৃদয়পুর গ্রামে ঘটে গেল উদ্বেগজনক এক ঘটনা। জমিতে চাষ...

Bangladesh: বাংলাদেশের সঙ্গে বণিকসভা বাতিল মালদার ব্যবসায়ীদের! বন্ধ হয়ে যেতে পারে রফতানি

সীমান্তে বাংলাদেশি (Bangladesh) বাহিনীর লাগাতার প্ররোচনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বণিকসভার (Bangladesh) সঙ্গে আসন্ন বৈঠক বাতিল...