Haldia: তৃণমূলে যোগ! “নেত্রী চাইলে যেকোন মুহূর্তেই হতে পাড়ে ” হলদিয়ার লক্ষণ

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে মুগ্ধ সিপিএমের একসময়ের দোর্দণ্ডপ্রতাপ হলদিয়ার নেতা। তাই এবার নিজের দল ছেড়ে ঘাসফুল এসে যোগদানের কথা ভাবছেন তিনি। সিপিআইএমের প্রাক্তন সাংসদ তৃণমূলের যোগদানের ইচ্ছা প্রকাশ করলেন এবার। নিজের ৭২ তম জন্মদিনে সিপিআইএমের প্রাক্তন সাংসদ লক্ষণ তৃণমূল কংগ্রেসে যোগদান করার ইচ্ছা প্রকাশ করলেন।

বর্তমান সরকারের বহুমুখী কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বামপন্থীদের বৈশিষ্ট আছে। কিন্তু বর্তমান সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মনিরপেক্ষ আদর্শের পক্ষে আর জনকল্যাণমুখী কাজে খুবই উদ্যোগী। কন্যাশ্রী থেকে শুরু করে যতগুলো প্রকল্প তৃণমূল নেত্রীর করেছেন তার প্রত্যেকটিই খুব ভাল বলে জানান লক্ষণ শেঠ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, তৃণমূলে যোগদান এর ইচ্ছা তিনি প্রকাশ করেছেন, সে কথা তিনি তৃণমূল নেতৃত্বকে জানিয়েছেন। কিন্তু সেখান থেকে এখনও উত্তর না আসার কারণে কবে তিনি যোগদান করবে তার সঠিক তারিখ তিনি এখনই বলতে পাড়ছেন না। তবে নেত্রী যেদিন চাইবেন সেদিনই হতে পাড়ে অর্থাৎ নেত্রী চাইলে যেকোন মুহূর্তেই যে যোগদান হতে পাড়ে তা একেবারেই পরিষ্কার করে দিলেন আজ।