Loksabha Election2024: বিজেপি প্রার্থীর পা ছুঁয়ে প্রণাম, বিতর্কে জড়ালেন এক পুলিশ আধিকারিক

রাজনীতি বির্তকে তমলুকে এক পুলিশ আধিকারিক। লোকসভা নির্বাচনের (Loksabha Election2024) প্রচারে বিজেপি প্রার্থীকে গেটের সামনে থেকে নিয়ে যেতে এসে তাঁর পা ছুঁয়ে প্রণাম করে……

তমলুক,পূর্ব মেদিনীপুর:  রাজনীতি বির্তকে তমলুকে এক পুলিশ আধিকারিক। তমলুকের বিজেপি প্রার্থী তথা কলকাতা হাইকোর্টে সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেই বিতর্কে জড়ালেন এক পুলিশ আধিকারিক। তমলুক পুলিশ টেলিকম থানার আধিকারিক অব্ধেশ সিং। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও-তে (যার সত্যতা যাচাই করইনি আমরা) সেই ভিডিও ‘তে দেখা যাচ্ছে প্রচারে আসা বিজেপি প্রার্থীর পা ছুঁয়ে প্রণাম করছেন টেলিকম থানার আধিকারিক ও তাঁর পরিবারের সদস্যরা।

সূএ মারফত জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ৩ এপ্রিল। তমলুক শহর এলাকায় প্রচারে ছিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সময় দলীয় প্রার্থীর শৌচকর্মের জন্য পুলিশ আধিকারিকদের বাড়ির শৌচাগার ব্যবহারের আবেদন জানান বিজেপির নেতারা। এরপরই বিতর্কের সূত্রপাত বলে জানা যাচ্ছে। বিজেপি প্রার্থীকে গেটের সামনে থেকে নিয়ে যেতে এসে তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন পুলিশ অফিসার অব্ধেশ সিং। সে কথা স্বীকার করে নিয়েছেন তিনি। তবে ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সংযোগ নেই এবং ঘটনার দিন তিনি ছুটিতে ছিলেন বলে সাফাই দিয়েছেন অব্ধেশ। যদিও এতে বিতর্ক থামছে না।

প্রচারে আসা ভোট প্রার্থীকে কিভাবে একজন পুলিশ অফিসার এভাবে পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারেন, এই প্রশ্ন তুলেছেন তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি অসিত ব্যানার্জি।  বিষয়টি যে দলের শীর্ষ নেতৃত্বকে জানানো হয়েছে তা তিনি স্পষ্ট করে জানিয়ে দেন।

বিজেপির জেলা সভাপতি তাপসী মণ্ডল অবশ্য এতে কোনও অন্যায় দেখছেন না। তিনি বলেন ” অভিজিৎ গঙ্গোপাধ্যায় বয়সে বড়। তিনি প্রণম্য ব্যক্তিও। ডিউটিতে না থাকার সময় তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন একজন পুলিশ অফিসার। এতে অন্যায় কিছুই দেখছি না। তৃণমূল ইস্যু খুঁজে না পেয়ে এ সব নিয়ে মাতামাতি করছে “।

Google news