Uttarakhand Bus Accident: নিয়ন্ত্রন হারিয়ে ২৩০ফুট নিচে পড়ল যাত্রী বোঝাই বাস! ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ২৯

 

 

উত্তরাখণ্ড:  নিয়ন্ত্রণ হারিয়ে ২৩০ ফুট (৭০ মিটার) নিচে গভীর খাদে পড়ল উত্তরাখণ্ড পরিবহন নিগমের একটি বাস। রবিবার ঘটনাটি ঘটে মুসৌরি- দেরাদুন রোডে। মুসৌরি থেকে ৪০ জন যাত্রী নিয়ে দেরাদুন যাত্রা পথে দুর্ঘনাটি ঘটে ।এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ , আহত২৯।

মুসৌরির ঊর্ধ্বতন পুলিশ কর্তা ডি এস কোহলি (D.S Kohli) জানান, দুর্ঘটনায় মৃত্যু হয় ১৫বছরের শিশু ম্যাহেক লাখেদা(Mehak Lakheda) সহ মা সুধা লাখেদা(Sudha Lakheda)(৪০)। তারা মুসৌরির বাসিন্দা। দুর্ঘটনার সময় বসে ছিলেন ৪০জন যাত্রী। যার মধ্যে ১৬জন মহিলা, ১৯জন পুরুষ ও ৫জন শিশু।

ভয়াবহ দুর্ঘটনার খবর কানে আসতেই উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়ে সেনা সহ বিপর্যয় মোকাবিলা দল। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। গুরুতর আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয় দেরাদুন শহরে।

মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami) দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। আহতদের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন তিনি।
প্রাথমিকভাবে ব্রেকফেল-এর তথ্য সামনে আসলেও সঠিক কারণ খুঁজে বের করতে তদন্তে নেমেছে পুলিশ।

Google news