Soham Slapped Restaurant Owner: প্রভাবশালী সোহমের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না পুলিশ? হাইকোর্টে রেস্তরাঁ মালিক

soham-slapped-restaurant-owner

নিউটাউন এলাকায় রেস্তোরাঁ মালিককে মারধরের (Soham Slapped Restaurant Owner) পর অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে টেকনো সিটি থানায় অভিযোগ দায়ের করা হয় । তারপরও পুলিশ কেন কোনও ব্যবস্থা নিচ্ছে না ? তাঁকে কেন গ্রেফতার করা হল না ? এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রেস্তোরাঁর মালিক (Soham Slapped Restaurant Owner) ৷ তিনি পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন ৷ বুধবার এই নিয়ে তাঁর আইনজীবী শামিম আহমেদ বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করেন । বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন । আগামী শুক্রবার মামলাটির শুনানি ।

অভিযোগ, ওই রেস্তোরাঁয় শুটিং করতে গিয়ে গাড়ি রাখাকে কেন্দ্র করে বিধায়ক সোহম চক্রবর্তীর সঙ্গে বচসা হয় রেস্তোরাঁর মালিকের । দু’পক্ষের কথা কাটাকাটির মধ্যেই তাঁকে থাপ্পড় মারেন তৃণমূল বিধায়ক। পরে তিনি নিজেও এ কথা স্বীকার করে নিয়েছেন ৷ এই ঘটনায় থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হয় ৷ তবে অভিযোগ পাওয়ার পরও পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ ৷ এই নিয়েই আজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রেস্তোরাঁর মালিক ৷

গত শুক্রবার রাতে নিউটাউনের সাপুরজি এলাকায় একটি রেস্তোরাঁয় বাংলা ছবির শ্যুটিং চলাকালীন এই ঘটনা ঘটে ৷ রেস্তোরাঁর সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর এই নিয়ে আরও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন রেস্তোরাঁর মালিক । পালটা অভিযোগ দায়ের করেন অভিনেতাও । প্রথমে অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রেস্তোরাঁর ম্যানেজার দীপঙ্কর ঘোষ । পালটা রেস্তোরাঁর মালিক আনিসুল আলম ও ম্যানেজার দীপঙ্কর ঘোষ-সহ রেস্তোরাঁর বেশ কয়েকজন কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সোহম ।

Google news