Earthquake Hits Indonesia:শক্তিশালী ভুমিকম্পে তছনছ ইন্দোনেশিয়া, মৃত বেড়ে ১৬২, উস্কে দিল সুনামির স্মৃতি

 

ইন্টারন্যাশনাল ডেস্কঃ  সোমবার দুপুরে ইন্দোনেশিয়া ভূমিকম্পে কেঁপে ওঠে পশ্চিম জাভা। রিখটার স্কেলে যার কম্পনের মাত্রা ছিল ৫.৬। কম্পনের উৎসস্থল রাজধানীর জাকার্তা থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে সিনিয়াজুর টাউন। যার কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে ৬ মাইল গভীরে। পাহাড়ি অঞ্চলে তাসের ঘরের মত ভেঙে পড়ে ধুলিস্যাৎ হয় স্থানীয় বাড়ি। কম্পনের পরেও আফটার সকে জেবরার পশ্চিম জাভা।

বিবিসির খবর অনুযায়ী, পশ্চিম জাভার গভর্নর রিদওয়ান কামিল বলেন জাভা দ্বীপে ভূমিকম্পের কমপক্ষে ১৬২ জন নিহত হয়েছেন এবং কয়েকশো আহত হয়েছেন।

ভূমিকম্পে ধসের কারণে বিদ্যুৎহীন অবস্থায় অন্ধকারে ঢাকে গোটা অঞ্চল। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কাজ। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের মধ্যে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতের সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালের বাইরে মাটিতে রেখেই চলছে চিকিৎসা পরিসেবার কাজ। ধসের জেরে প্রভাব পড়েছে যোগাযোগ ব্যবস্থায়। হাসপাতালে বিদ্যুৎহীন থাকায় সমস্যায় পড়তে হচ্ছে চিকিৎসকদের।

প্রশান্ত মহাসাগরে বিস্তীর্ণ আগ্নেয়গিরি বলয় ‘রিং অফ ফায়ার’ এর মধ্যে অবস্থান হওয়ায় এর আগেও একাধিক ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে সম্মুখীন হয়েছে ইন্দোনেশিয়া। ২০০৪ সালে ৯.১ তীব্রতার একটি ভূমিকম্প হয়েছিল ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে যার জেরে আসে সুনামি। ২লক্ষ ২৬ হাজার মানুষের মৃত্যু হয়। এই ঘটনা ফের সেই ভয়াবহ স্মৃতি উস্কে দিল ইন্দোনেশিয়ার জনগণের মনে।

Google news