T20 World Cup: ১০ বছর পর ফের ফাইনালে উঠে অনন্য রেকর্ড ভারতের

রুপোলী পর্দার ‘লগান’ যেন বাস্তবে। টি২০ বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে ইংল্যান্ডকে পর্যুদস্ত করেছে ভারত। ম্যাচ জিতেছে ৬৮ রানে। আর এই জয়ের ফলে অনন্য নজির গড়ে ফেলেছেন রোহিতরা। ১০ বছরের খরা কেটে গেছে ট্ম ইন্ডিয়ার জন্য। ২০১৪ সালের পর এই প্রথম টি২০ বিশ্বকাপের ফাইনাল উঠেছে ভারত। তবে রেকর্ডের এখানেই শেষ নেই। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শুরু থেকেই চাপা টেনশন ছিল। আদৌ ম্যাচ সম্পূর্ণ হবে তো! একাধিকবার ম্যাচ বন্ধ রাখতে হয়েছিল বৃষ্টির জন্য। কিন্তু শেষমেশ ম্যাচ হল এবং ভারত হেসেখেলে জিতল।

১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠা ছাড়াও পরপর তিনটি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে ওঠার নজিরও গড়ে ফেললেন রোহিতরা। বলা যায়, এক্ষেত্রে হ্যাটট্রিক করেছেন তারা।

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, ৫০ ওভারের বিশ্বকাপ এবং টি২০ বিশ্বকাপ, পরপর এই তিনটি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ভারত। পাশাপাশি আরও রোহিত-কোহলিরা আরও একটি চমকপ্রদ ব্যাপার ঘটিয়েছেন সেমিফাইনাল ম্যাচ জিতে। তথ্য বলছে, ২০১৬, ২০২১ এবং ২০২২ সালের বিশ্বকাপের কোনো নক-আউট ম্যাচে প্রথমে ব্যাটিং করে কোনো দল জিততে পারেনি। ২০২৪ সালের প্রথম সেমিফাইনালেও সেই ধারা বজায় ছিল। তবে দ্বিতীয়তে তা ভেঙে দিয়েছে ভারত।

টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে ম্যাচে ইংল্যান্ডের সামনে রোহিতের দল লক্ষ্য রেখেছিল ১৭২ রান। ইংল্যান্ড ১০৩ রানেই শেষ। ভারতীয় বোলারদের মধ্যে অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব তিনটি করে উইকেট নিয়ে ব্রিটিশদের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। কয়েক মাস আগেই ওয়ান ডে বিশ্বকাপে সব ম্যাচ জিতেও ফাইনালে হেরেছিলেন রোহিতরা। এবারও টি-টোয়েন্টি ক্রিকেটেও একরকম পরিস্থিতি। তবে এবার দেখার অপেক্ষা ১৩ বছর পর বিশ্বকাপ আসে কিনা ভারতে।

Google news