M S Dhoni: আইপিএলে প্রথম উইকেটকিপার হিসেবে অনন্য কীর্তি ধোনির

dhoni rec

চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (M S Dhoni) ইন্ডিয়ান সুপার লিগে আবারও নয়া রেকর্ড গড়লেন। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে তিনি এই কৃতিত্ব অর্জন করেন। তিনিই প্রথম উইকেট কিপার, যিনি এই কৃতিত্ব অর্জন করলেন। পঞ্জাবের বিরুদ্ধে ব্যাট হাতে ধোনি পুরোপুরি ব্যর্থ হলেও উইকেটের পিছনে তিনি অবশ্যই দুর্দান্ত কাজ করেছেন। প্রথম বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে আসা ধোনি উইকেটের পেছনে পঞ্জাবের জিতেশ শর্মার ক্যাচ ধরে ইতিহাসে নিজের নাম লিখিয়ে নিয়েছেন। প্রথম উইকেটকিপার হিসেবে আইপিএলে ১৫০ ক্যাচ ধরলেন ধোনি।

পঞ্জাব কিংসের ইনিংসের ১১তম ওভারে বল করতে আসেন সিমরজিৎ সিং। ওভারের চতুর্থ বলে জিতেশ শর্মা উইকেটের পেছনে এমএস ধোনির গ্লাভসে নিজেকে জমা দেন। এটি ছিল আইপিএলে ধোনির ১৫০তম ক্যাচ। ধোনি ২৬১তম ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেন। আইপিএল-এর ইতিহাসে উইকেট কিপার হিসেবে সবথেকে বেশি ক্যাচ ধরার অধিকারী মহেন্দ্র সিং ধোনি। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন দীনেশ কার্তিক। তিনি ১৪৪টি ক্যাচ ধরেছেন। আর ১১৯টি ক্যাচ ধরে তৃতীয় স্থানে আছে এবি ডি ভিলিয়ার্স।

৪২টি স্টাম্পিং সহ আইপিএলে ধোনির শিকার ১৯২। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ আইপিএলে ৭৫টি ক্যাচ নিয়েছেন। পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে ৯ নম্বরে ব্যাট করতে নেমে বিরল রেকর্ড স্থাপন করলেন ধোনি। আইপিএলের ইতিহাসে এই প্রথমবার ধোনি ৮ নম্বরের নিচে ব্যাটিং করতে নামলেন। যদিও ৯ নম্বরে ব্যাটিং করতে নেমে এদিন সফল হতে পারেন নি ধোনি। হর্ষল প্যাটেলের বলে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন এমএসডি। চলতি মরশুমে প্রথমবার গোল্ডেন ডাক পেলেন ধোনি।

খেলোয়াড় হিসেবে এটাই এমএস ধোনির শেষ আইপিএল হতে পারে। আইপিএলের ১৭তম মরশুম শুরু হওয়ার আগেই চেন্নাই দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান ধোনি। তিনি ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে অধিনায়কত্ব তুলে দেন। অধিনায়কত্ব থেকে সরে আসাকে অনেকেই ধোনির অবসরের ইঙ্গিত বলে মনে করছে।

Google news