জন্মাষ্টমীর দিন স্কুল খোলায় গেটে তালা ঝোলাল বিজেপি

নিজস্ব প্রতিনিধি, অশোকনগরঃ  জন্মাষ্টমীর দিন স্কুল খোলা রাখা জন্য গেটে তালা লাগিয়ে দিল বিজেপি সমর্থকরা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার অশোকনগর হরিপুর সংস্কৃত সংঘ হাই স্কুলে।

অভিযোগ, প্রধান শিক্ষক প্রবীর কুমার সাহা মঙ্গলবার শ্রী কৃষ্ণের জন্মদিন অর্থাৎ জন্মাষ্টমীতে স্কুলের বাড়তি কাজের জন্য বেশ কিছু শিক্ষকও শিক্ষাকর্মীকে আসার জন্য ফরমান জারি করেন। সেইমত কয়েকজন শিক্ষক এবং তিনি নিজে উপস্থিত হন স্কুলে।

এই খবর পেয়ে বিজেপি শিক্ষা সেল এবং অশোকনগর বিজেপির তরফ থেকে একদল নেতৃত্ব স্কুলে আসেন। প্রধান শিক্ষককে স্কুল বন্ধ করার জন্য আবেদন জানান তাঁরা। কিন্তু প্রধান শিক্ষক সাফ জানিয়ে দেন, একাদশ শ্রেণীতে ভরতি সংক্রান্ত কাজ এবং আরও কিছু কাজ বাকি আছে। তাই স্কুল বন্ধ রাখা সম্ভব নয়।

এরপরেই বিজেপি নেতা স্বপন দে নেতৃত্ব স্কুলের মেইন গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে উত্তর ২৪ পরগণা অশোকনগর হরিপুর এলাকায়।

অশোকনগর কল্যাণগড় পুরসভা প্রশাসক প্রবোধ সরকার বলেন, ‘‘খুব নিন্দনীয় কাজ করেছে বিজেপি৷ ভগবান ওদের একার না আমরা ভগবান মানি কিন্তু তার জন্য যে স্কুলের গেটে তালা লাগিয়ে দেবে এটা খুব নিন্দনীয় ঘটনা।’’

Google news