বেটিং চক্র প্রমাণ করতে ধৃত দুই মোরগ, হয়নি জামিনও

নিউজ ডেস্ক: মোরগ লড়াইয়ে বেটিং প্রমাণ করতে দুটি মোরগকে জেলবন্দী করেছে তেলেঙ্গানার পুলিশ। ঘটনাটি খামমাম জেলার মিডিগোন্দা থানার।
মোরগ লড়াইয়ে বেটিং রুখতে সংক্রান্তির সময়ে অভিযান চালায় পুলিশ। সেই সূত্রে গত ১০ জানুয়ারি দুই আয়োজক সহ ১০ জনকে হেফাজতে নেওয়া হয়। বাজেয়াপ্ত হয় দুটি মোরগ এবং একাধিক বাইক। সকলের জামিন হয়ে গেলেও মোরগ দুটির কোনো দাবিদার না মেলায় তারা এখনো গরাদের পিছনে।

পুলিশের দাবি, আদালতে প্রমাণ হিসাবে পেশ করা হবে তাদের। পরে নিলাম ডেকে যিনি সর্বোচ্চ দর দেবেন, তাঁকে দিয়ে দেওয়া হবে মোরগগুলি। তার আগে আপাতত থানার মুখ্য আকর্ষণ হয়ে উঠেছে তারা। গরাদের পিছনে দুই মোরগ কী করে, তাই নিয়ে রয়েছে প্রবল কৌতূহল।

Google news