Virat Kohli: টি২০ বিশ্বকাপে বিরাটকে ওপেনার হিসেবে চায় নির্বাচকরা

Virat

আইপিএল-এর পরেই বসতে চলেছে ক্রিকেটের আরেক মেগা আসর টি২০ বিশ্বকাপ। এই মেগা ইভেন্টের জন্য দল নির্বাচন এখনও বাকি আছে। তবে বিসিসিআই সূত্রে খবর, দিন পনের পরেই ঘোষিত হবে ১৫ সদস্যের ভারতীয় দল। এর মধ্যে এক সর্বভারতীয় সংবাদ মধ্যমের খবর অনুযায়ী, টি২০ বিশ্বকাপের জন্য বিরাট কোহলির (Virat Kohli) উপর শর্ত চাপিয়েছে বোর্ড। তাছাড়া টি২০ বিশ্বকাপ স্কোয়াডে বিরাটকে আদৌ রাখা হবে কিনা, তা নিয়েও চলছে জোর চর্চা।

প্রতিবেদন অনুযায়ী, বিরাট স্বয়ং নিরবাচক কমিটির কাছে জানতে চেয়েছেন, টি২০ বিশ্বকাপের জন্য তাঁকে নিয়ে কি ভাবা হচ্ছে? টি২০ বিশ্বকাপে দেশের জার্সিতে কি তিনি নামবেন? তার প্রশ্নের উত্তরে নির্বাচক মণ্ডলীর তরফে জানানো হয়েছে, টি২০ বিশ্বকাপে রোহিতের সঙ্গে ওপেন করতে হবে বিরাটকে।

এতদিন ধরে বিশ্লেষকরা অনুমান করছিলেন যে টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন যশস্বী জয়সওয়াল। কিন্তু রোহিতের সঙ্গে কোহলি ওপেন করতে নামলে তিনে কে যাবেন। গিল বা যশস্বী নাকি অন্য কেউ? বল এখন নির্বাচকদের কোর্টে। আর কয়েকদিন পরেই তারা চূড়ান্ত দল ঘোষণা করে দেবেন। সেই দলে যে কোহলি থাকবেন তা এখন থেকেই বলে দেওয়া যায়। ওপেন করতে নামলে নতুন বল সামলাতে হবে কোহলিকে। আইপিএলে আরসিবির হয়ে ওপেনই করেন কোহলি। নতুন বল সামলাতে তার খুব একটা সমস্যা হয় না। টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলির সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে। আইপিএলে কোহলি ভালো ছন্দে রয়েছেন। কমলা টুপি পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন তিনিই। বিরাট কোহলিকে নিয়ে জল্পনা থাকলেও দেশের গরিষ্ঠ অংশের মতামত, তাকে ছাড়া বিশ্বকাপের দল ভাবাই যায় না। নির্বাচক মন্ডলী কোহলিকে শর্ত দেওয়ায় প্রমাণিত ‘চেজমাস্টার’ ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গঠনের কথা তারাও ভাবছেন না।

Google news