নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: বঙ্গবিজেপির এক বিধায়ক শঙ্কিত যে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলের নেতা অনুব্রত মণ্ডলকে বিষাক্ত ইনজেকশন দিয়ে হত্যা করতে পারেন। বিধায়কের মতে, তিনি বীরভূমের বাগটুই হত্যাকাণ্ডের সমস্ত প্রমাণ ধ্বংস করার জন্য এই কঠোর পদক্ষেপ নিতে পারেন।
কে সেই বিধায়ক ?
বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার চাঁদপাড়ায় একটি বিক্ষোভে অংশ নেওয়ার সময় এই কথা বলেন। এদিন তিনি বলেন, “আমরা জানি, কীভাবে পেট্রোল ঢেলে মানুষ পুড়িয়ে দেওয়া হয়েছিল। বগটুই ঘটনার মূল পরিকল্পনাকারী এখন উডবার্ন ওয়ার্ডে (এসএসকেএম হাসপাতালে) শুয়ে আছেন ৷ আমার মনে হয় না মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রতকে সেই উডবার্ন ওয়ার্ড থেকে ফিরতে দেবেন।”
কারণ, “অনুব্রতকে ফিরতে দিলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের সমস্ত খারাপ কাজ প্রকাশ করবেন। ফলে অভিষেক ব্যানার্জী থেকে পার্থ চ্যাটার্জি সহ আর যত রাঘব বোয়াল আছে তাদের সবাইকে জেলের মুখোমুখি হতে হবে ,আর যা তৃণমূলনেত্রী একেবারেই চান না। তৃণমূল ক্ষমতার জন্য সবকিছু করতে পারে।“
অনুব্রতকে আঘাত করে, বিজেপি বিধায়ক আরও বলেন ,“উডবার্নে শুয়ে শুয়ে সিবিআই এর হাত থেকে বেঁচে যাবেন সেটা সম্ভব নয়। আগামী দিনে সিবিআই- এর দরজায় যেতে হবে নাহলে, মমতা ব্যানার্জির বিষধর ইঞ্জেকশানে আপনাকে ওখানে মরতে হবে।“