বুধবার প্রধানমন্ত্রী মোদি নির্বাচনী প্রচারে (Narendra Modi’s Rally) তেলেঙ্গানায় জনসভা করেন। সেখানে তিনি কংগ্রেস ও ইন্ডিয়া জোটকে একহাত নিলন। তেলেঙ্গানার করিমনগরে এক জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেন, গতকাল দেশে তৃতীয় দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ‘কংগ্রেস-ইন্ডি’ জোটের তৃতীয় ফিউজ উড়ে গেছে। প্রধানমন্ত্রী মোদি বলেন, বিরোধীরা ইতিমধ্যেই পরাজয় স্বীকার করেছে কারণ মানুষ বিজেপিকে রেকর্ড সংখ্যায় আশীর্বাদ করার সিদ্ধান্ত নিয়েছে।
তেলেঙ্গানার করিমনগরে মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, পরিবার-প্রথমে নীতির কারণে কংগ্রেস প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাওকে অপমান করেছে। তাঁর মৃত্যুর পরেও তাঁরা তাঁর দেহ কংগ্রেস দফতরে ঢুকতে দেননি। বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) সরকার নরসিংহ রাওকে ভারতরত্ন প্রদান করেছে।
মোদি বলেন, ‘বিজেপি দেশ প্রথমে, কিন্তু কংগ্রেস ও বিআরএস-এর কাছে পরিবার প্রথমে, এই নীতিতে চলে। বিয়ারএস বিরুদ্ধে তোপ দাগেন তিনি। তেলেঙ্গানা থেকে দিল্লি পর্যন্ত ‘ডাবল আর “(আরআর) কর নিয়ে অনেক আলোচনা হচ্ছে। কিছুদিন আগে ‘আরআরআর’ নামে একটি ছবি মুক্তি পেয়েছে। তেলেগু ভাষায় কেউ একজন আমাকে বলেছিল যে ‘আরআরআর’ সংগ্রহের ক্ষেত্রে ‘আরআরআর’ কে ছাড়িয়ে গেছে। জানা গেছে যে ‘আরআরআর’-এর আজীবন সংগ্রহ ১০০০ কোটি টাকারও বেশি, তবে এই পরিমাণ মাত্র কয়েক দিনের সংগ্রহ। তিনি বলেন, ‘দুর্নীতি হল কংগ্রেস ও বিজেপির অভিন্ন বৈশিষ্ট্য। দু’জনেই একে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন। কিন্তু, পর্দার আড়ালে দুজনেই একই দুর্নীতির সিন্ডিকেটের অংশ।
#WATCH | In his address to a public meeting in Telangana's Karimnagar, PM Narendra Modi says, "'Shehzada' of Congress, since his issue of Rafale grounded, he started talking about '5 industrialists' all the time in the last five years…later he started saying 'Ambani-Adani', but… pic.twitter.com/lIbSURkY1C
— ANI (@ANI) May 8, 2024
কংগ্রেসকে আক্রমণ করে মোদি বলেন, ‘বছরের পর বছর ধরে কংগ্রেসের ‘শাহজাদে” দিন-রাত একই মালা পরতেন। প্রথমে তিনি রাফালের মালা জপতেন, তারপর ৫ জন শিল্পপতি, আম্বানি এবং আদানি-র মালা জপতেন। কিন্তু নির্বাচন ঘোষণার পর থেকে তাঁরা আম্বানি, আদানি-কে গালি দেওয়া বন্ধ করে দিয়েছেন। কেন তিনি আদানি আম্বানিকে অভিশাপ দেওয়া বন্ধ করলেন? তিনি বলেন, আমি কংগ্রেস যুবরাজকে জিজ্ঞাসা করতে চাই, আদানি ও আম্বানির কাছ থেকে তিনি কতটা কালো টাকা পেয়েছেন। নির্বাচনের জন্য সেই শিল্পপতিদের কাছ থেকে কংগ্রেস কত পেয়েছে?
কংগ্রেস দল এসসি, এসটি এবং দলিতদের সংরক্ষণের অধিকার কেড়ে নিতে চায়। কংগ্রেস মুসলিম সম্প্রদায়কে সংরক্ষণ দিতে চায়। তিনি অভিযোগ করেন যে কল্যাণ নিশ্চিত করা কংগ্রেসের দৃষ্টিভঙ্গি বা এজেন্ডা নয়। কংগ্রেস শুধু নিজেদের ভোটব্যাঙ্ক সুরক্ষিত রাখতে চায়। এই দুর্নীতিগ্রস্ত দল পুরোপুরি তুষ্টির নীতিতে নিমজ্জিত।