সমীর সাহা, নদিয়াঃ অতি বর্ষণ আর জলঙ্গী নদীর জল বৃদ্ধি পাওয়ায় নদিয়ার নাকাশিপাড়া ব্লকের ধনঞ্জয়পুর গ্রাম পঞ্চায়েতের শিবপুর, ম্যাচপোতা, ধাপারিয়া ইত্যাদি গ্রামের বেশকিছু এলাকা জলমগ্ন।
জলের তলায় জমির ফসল, ভেসে গিয়েছে নদীর মাছ। রাস্তার ধারে দু একটি পানীয় জলের কলের নিচে জল জমে থাকায় সমস্যা পড়েছেন গ্রামবাসীরা।অতি বর্ষণ আর জলঙ্গি নদীর জল বেড়ে যাওয়ায় ধান, পাট সহ অন্যান্য ফসল জলের তলায়। নষ্ট হয়ে গিয়েছে বহু ফসল।

যেভাবে বর্ষণ শুরু হয়েছে পাশাপাশি জলঙ্গী নদীর জল বেড়ে চলেছে। তাতে রীতিমত আতঙ্কিত ওই সব গ্রামের মানুষজন।