নিজস্ব প্রতিনিধি, শ্যামনগরঃ চলতি বছরের গত ২ মে রাতে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন জায়গায় সহিংসতার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ওই দিন রাতেই জগদ্দল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শ্যামনগর রাহুতা বিআরএস কলোনি এলাকার ভাটপাড়া পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে বিজেপির এক বুথ সভাপতি কমল মন্ডল, তার মা শোভারানী মন্ডল সহ পরিবারের সদস্যদের ওপরে তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালিয়েছিল বলে অভিযোগ। হামলায় গুরুতর আহত শোভারানীকে হাসপাতালে ভর্তি করা হলে, পরদিন ৩ মে মৃত্যু হয় ৮০ বছর বয়সী ওই বৃদ্ধার।
সেই ঘটনায় তদন্তে শনিবার সিবিআই তাদের বাড়িতে এসে তদন্ত শুরু করে। কথা বলে মৃতের ছেলে সহ অন্যান্য সদস্যদের সঙ্গে। তবে, বড় ছেলে তারক মণ্ডল এবং তাঁর স্ত্রী সুমিত্রা মণ্ডল সহ তাদের মেয়ে পায়েল মণ্ডল ও জামাই তন্ময় মণ্ডল কে জিজ্ঞাসাবাদের জন্যে সিবিআই নিয়ে গিয়েছে। সম্ভবত সেদিনের ভিডিও ফুটেজ নিয়েই কথা বলবে বলে ওদের নিয়ে গিয়েছে। তবে রাতেই তাদের বাড়িতে ফিরিয়ে দিয়ে যাবে বলে জানান কমল মন্ডলের দাদা শ্যামল মণ্ডল।